405

12/08/2024 এবার বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল সেনাবাহিনী

এবার বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল সেনাবাহিনী

নিউজ ডেস্ক

৩০ সেপ্টেম্বর ২০২৪ ২২:২৭

 


সারাদেশে সশস্ত্র বাহিনীর কমিশন্ড (সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপদমর্যাদার) অফিসাররা ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন। সোমবার (৩০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়। দুই মাসের জন্য তাদের এ ক্ষমতা দেওয়া হয়েছে।

 

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, The Code of Criminal Procedure, 1898 এর ১২(১) ও ১৭ ধারা অনুযায়ী, সশস্ত্র বাহিনীর কমিশন্ড (সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপদমর্যাদার) অফিসারদের আগামী ৬০ দিনের জন্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো। তারা ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ধারা ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২ ধারায় করা অপরাধের জন্য সারাদেশে তাদের এ ক্ষমতা প্রয়োগ করতে পারবে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।

 

এর আগে ১৭ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে সারাদেশে শুধুমাত্র সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়েছিল। এবার তিন বাহিনীকেই এই ক্ষমতা দেওয়া হলো।


যোগাযোগ: ৪৪৬ (৪র্থ তলা), নয়াপাড়া, ধনিয়া, যাত্রাবাড়ি, ঢাকা-১২৩৬
মোবাইল:
ইমেইল: [email protected]