05/29/2023 ইতিহাস গড়ার পথে মেয়েরা : নেপালকে হারিয়েই শিরোপা উৎসব করতে চায় সাবিনারা
সংবাদ প্রতিদিন
১৮ সেপ্টেম্বর ২০২২ ২০:০৬
এক কথায় বলতে গেলে বাংলাদেশের মেয়েরা অসাধারণই খেলছে এবারের সাফ চ্যাম্পিয়শীপে। এবারই প্রথম তারা ভারতকে হারাতে সক্ষম হয়েছে। টুর্নামেন্টে ফেবারিটদের মতো খেলেই ফাইনালে উঠেছে। সেমিতে তো মেয়েরা ভূটানকে এক কথায় পাড়ার দলে পরিণত করে ম্যাচ জয় করেছে।
সেমিফাইনালে ভুটান বধের পরদিন হালকা অনুশীলন করেছেন ফুটবলাররা। তবে গেল ম্যাচের একাদশের কেউ অনুশীলনে নামেননি। অংশ নিয়েছেন রিকভারি সেশনে। ফাইনালে স্বাগতিক নেপালকে তাদের মাটিতে শক্ত প্রতিপক্ষ মানছে ফুটবলাররা। তবে গেমপ্ল্যান অনুযায়ী খেলতে পারলে প্রথমবারের মত নারী সাফের শিরোপা জয় করা সম্ভব বলে জানান, বাংলাদেশের ফুটবলার মারিয়া মান্ডা ও মাসুরা পারভীন।
ইতিহাস গড়ার পথে বাংলাদেশ। অর্ধযুগ আগে শিরোপা জয়ের দ্বারপ্রান্তে গিয়েও হয়নি স্বপ্ন পূরণ। এবার হিমালয় জয় করতে আর এক ধাপ বাকি বাংলার জয়িতাদের। সোমবার (১৯ সেপ্টেম্বর) ফাইনালের মহারণে সাবিনাদের প্রতিপক্ষ স্বাগতিক নেপাল।
বাংলাদেশ ফাইনালে উঠেছে কেবল এটুকু দিয়ে এবারের আসরে মেয়েদের মাহাত্ম্য বোঝানো সম্ভব না। দল যেভাবে ফাইনালে উঠেছে তা এক কথায় অভূতপূর্ব। গ্রুপপর্ব থেকে সেমিফাইনাল। বাংলাদেশ প্রতিপক্ষের জালে দিয়েছে ২০ গোল। বিপরীতে এখন পর্যন্ত কোনো প্রতিপক্ষ বাংলাদেশের জালে বল পাঠাতে পারেনি। গোলমেশিন সাবিনা একাই ৮ গোল দিয়েছেন। নারী ফুটবল নিয়ে বাফুফের দীর্ঘমেয়াদী পরিকল্পনার ফল এই পারফরম্যান্স। ২০১২ সাল থেকে বয়স ভিত্তিক ফুটবলে জোর দেয়া শুরু করেছিলেন কাজী সালাহউদ্দিন, তার দৃশ্যমান ফল ফাইনালে নেপালকে হারিয়ে দেখাতে চায় মেয়েরা।
নারী দলের তারকা মারিয়া মান্ডা বলেন, 'ফাইনালে লক্ষ্য আমরা তাদের সঙ্গে কম্পিটিটিভ ম্যাচ খেলব আর ফাইট করব। চেষ্টা করব ভালো করার।'
আরেক তারকা মাসুরা পারভীন বলেন, 'আমাদের যে টিম মিটিং হয় সেখানে বলি যে, আমরা সর্বোচ্চ চেষ্টা করব যেন ফাইনালে কোন গোল কনসিভ না করি।'
ফাইনালের আগে কাঠমান্ডুর আর্মি স্টেডিয়ামে অনুশীলনে তহুরা-সানজিদারা। কোচ গোলাম রব্বানী ছোটনের অধীনে নেপাল বধের কৌশল নিয়ে কাজ করেছে মেয়েরা। তবে ফাইনালে স্বপ্নাকে পাওয়া নিয়ে শংকা আছে। পায়ের ইনজুরিতে ছিটকে যেতে পারেন আসরে চার গোল করা এই ফুটবলার।
দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু বলেন, 'তারা সবাই ভালো আছে এবং তারা মেন্টালিও প্রিপেয়ার্ড এবং তারা নিজেরাও জানে যে, আমাদের শেষ ভালো যার, সব ভালো তার। অতএব আমাদের মেয়েরা সবাই প্রস্তুত ফাইনাল খেলার জন্য।'
দলের আরেক তারকা আঁখি বলেন, 'কোনো গোল খাব না, তো এ পর্যন্ত আমরা কিপারসহ ডিফেন্ডিং লাইনের সবাই প্রস্তুত ছিলাম।'
এর আগে বয়সভিত্তিক ফুটবলে নেপালকে হারানোর সুখস্মৃতি আছে এই দলের অনেক ফুটবলারের।