3884

05/30/2023 ভারতকে হারিয়ে বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন

ভারতকে হারিয়ে বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন

এম.এ রনি, কাঠমান্ডু (নেপাল):

১৩ সেপ্টেম্বর ২০২২ ২৩:৩৯

 

”সাফ ওমেন্স চ্যাম্পিয়নশিপ ২০২২” এর আজকের ম্যাচে বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দল বনাম ভারত নারী জাতীয় ফুটবল দল এর মধ্যে দশরথ রঙ্গশালা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম কাঠমুন্ডু নেপালে বাংলাদেশ সময় দুপুর ৫:৪৫ ঘটিকায় অনুষ্ঠিত হয়। ম্যাচে বাংলাদেশ ৩-০ গোলে জয় লাভ করে। বাংলাদেশের পক্ষে স্বপ্না ১২ মিনিটে প্রথম ও ৫৩ মিনিটে তৃতীয় এবং কৃষ্ণরানী ২২ দ্বিতীয় গোল করেন।

ভারত মানেই যেন আতঙ্ক ছিল বাংলাদেশের মেয়েদের জন্য। আর সেই ভারতকেই উড়িয়ে দিয়ে বাংলাদেশ তুলে নিলো এক ঐতিহাসিক জয়। ম্যাচের আগের দিন বাংলাদেশ কোচ ছোটন বলেছিলেন মেয়েরা এখণ পরিণত হয়েছে, আর তারই পরীক্ষা এই ম্যাচ। মেয়েরা একশতে একশ মার্কেই উত্তির্ণ হয়েছে। ভারতকে বিধ্বস্ত করে জয় তুলে নিয়ে খেলোয়ারা মাঠেই সৃষ্টিকর্তার উদ্দেশ্যে মাথা নত করে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

চের প্রথম থেকেই বাংলাদেশের আক্রমণ রুখতে রুখতে ব্যতিব্যস্ত ছিল ভারতের রক্ষণভাগের খেলোয়াররা। বাংলাদেশের সাথে ভারতের শেষ দেখায় বাংলাদেশ বিশাল ব্যবধানে হেরে ছিল আর ভারতের খেলোয়ারদের কটাক্ষের শিকারও হতে হয়ে ছিলো। ভারত আর বাংলাদেশ মানে ভারতের নির্ভার ম্যাচ মনে করেই খেলা ছিল। কিন্তু সকল ঝল্পনা কল্পনাকে ছুড়ে ফেলে ভারতকে আকাশ থেকে মাটিতে টেনে নামিয়ে আনলো। ম্যাচে কোন দিক দিয়েই বাংলাদেশের কাছে দাড়াতেই পারেনি ভারত। আর ভারত কোচ অকপটেই স্বীকার করে গেলেন ম্যাচ পরবর্তী সংবাদ সম্বলনে।

গ্রূপ পর্বের শেষ ম্যাচে সমিকরণ ছিল ভারতের বিপক্ষে হারলেই সেমিতে মুখোমুখি হতো স্বাগতিক শক্তিশালী নেপালের বিপক্ষে, এখন সেমিতে বাংলাদেশের মুখোমুখি তুলনামুুলক সহজ প্রতিপক্ষ ভুটানের সাথে। আজকের ম্যাচের মতো করে যদি বাংলাদেশের খেলোয়াররা তাদের স্বাভাবিক খেলা উপহার দিতে পারে তবে খুব সহজেই ফাইনালে স্থান পাওয়া খুবই সহজ হয়ে যাবে।

  

মেয়েদের ফুটবলে এর আগে বাংলাদেশ ১০ বার মুখোমুখি হয় ভারতের। কখনো সাফ চ্যাম্পিয়নশিপে, কখনো এসএ গেমসে, কখনো অলিম্পিক বাছাইয়ে। কিন্তু একবারও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি বাংলাদেশ। ১০ বারের সাক্ষাতে ৯ বারই জয়ী দলের নাম ভারত। শুধু ২০১৬ সাফে শিলিগুড়িতে ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করে বাংলাদেশ। এবারই প্রথম হারিয়ে দিল ভারতকে।

এর আগে বাংলাদেশের জালে সব মিলিয়ে ৪৩ বার গোল দিয়েছিল গত ৫ বারেরই সাফ শিরোপাজয়ী ভারত। সেই ভারতই কিনা আজ সারক্ষণ নিজেদের রক্ষণ সামলাতে রইল ব্যস্ত। রক্ষণে আঁখি খাতুন, শিউলি আজিম, মাসুরা পারভীন যেন চীনের দেয়াল হয়ে রইলেন। মাঝমাঠের প্রাণভোমরা হয়ে রইলেন মারিয়া মান্দা। যেখানেই বল, সেখানেই মারিয়া।

শুরু থেকেই বাংলাদেশ খেলেছে আক্রমণাত্মক ফুটবল। বেশির ভাগ সময়ই বল ঘুরেছে ভারতের অর্ধে। বাংলাদেশের সামনে এমন অসহায় ভারতকে এর আগে কখনোই দেখা যায়নি! ফিফা র‍্যাঙ্কিংয়ে ভারতের (৫৮) চেয়ে ৮৯ ধাপ পিছিয়ে থাকা বাংলাদেশ (১৪৭তম) খেলেছে শৈল্পিক ফুটবল।

এই জয় যেন বাংলাদেশের মেয়েদের বাঁকবদলেরও ম্যাচ। তবে কি বাংলাদেশের মেয়েদের নতুন যুগের শুরুটাও হলো এই ম্যাচ দিয়ে? উত্তর দেবে সময়ই। তবে আজ নতুন আশা তৈরি করলেন কৃষ্ণা, মনিকা, সানজিদারা। একই ছন্দে পুরো ম্যাচ খেললেন তাঁরা। বাংলাদেশ গোছানো ও বিল্ডআপ ফুটবল খেলেছে, একের পর এক পাসিং ফুটবলের পসরা সাজিয়েছে। বাংলাদেশের মেয়েদের গতি আর স্কিলের কাছে পেরে ওঠেনি ভারত।

ভারতের দলে অভিজ্ঞ ফুটবলারের অভাব নেই। ছিলেন ইংলিশ লিগের ক্লাব ওয়েস্ট হামে খেলে আসা গোলরক্ষক অদিতি চৌহান, যিনি আজ কিছুই করতে পারেননি। এশিয়ার অন্যতম সেরা ডিফেন্ডার আশালতা দেবীও কৃষ্ণা, সিরাত জাহান, সানজিদাদের সামনে পুরো অসহায় হয়ে রইলেন। শুরু থেকেই আক্রমণে ওঠা বাংলাদেশ ম্যাচের ৭ মিনিটেই গোল পেতে পারত। সিরাত জাহান বল জালে পাঠালেও ফাউলের বাঁশি বাজান ভুটানের রেফারি ওম চকি।

১২ মিনিটে সেই সিরাত জাহানের গোলেই ১–০। দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে ডিফেন্সচেরা পাস দেন কৃষ্ণা। এরপর দারুণ প্লেসিংয়ে সিরাত করেন গোল (১-০)। ২২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কৃষ্ণা। শামসুন্নাহারের থ্রো ইনে প্রথমে কৃষ্ণা বল ধরেন। এরপর সিরাত জাহানের সঙ্গে দেওয়া–নেওয়া করে কৃষ্ণা বল পাঠান জালে। ৫৩ মিনিটে সাবিনার থ্রু পাস ধরে বক্সে ঢোকেন সিরাত জাহান। এরপর তিনি কোনাকুনি শটে করেন ৩-০। ৬৪ মিনিটে কোচ গোলাম রব্বানী সিরাত জাহানকে তুলে মাঠে নামান ঋতুপর্ণা চাকমাকে। খেলায় আরও গতি বাড়ে বাংলাদেশের। সময়ের সঙ্গে ভারতের ওপর চাপ বাড়িয়েছে বাংলাদেশ। শেষ পর্যন্ত সেই চাপ থেকে আর বেরোতে পারেনি টুর্নামেন্টের চ্যাম্পিয়নরা।

বাংলাদেশ দল: রুপনা চাকমা, আঁখি খাতুন, শিউলি আজিম, মাসুরা পারভী, মারিয়া মান্দা, মনিকা চাকমা, সানজিদা আক্তার, শামসুন্নাহার, কৃষ্ণা রানী সরকার (শামসুন্নাহার জুনিয়র), সিরাত জাহান (ঋতুপর্ণা), সাবিনা খাতুন।


যোগাযোগ: ৪৪৬ (৪র্থ তলা), নয়াপাড়া, ধনিয়া, যাত্রাবাড়ি, ঢাকা-১২৩৬
মোবাইল:
ইমেইল: sangbadprotidinnews24@gmail.com