3869

05/30/2023 মালদ্বীপকে গোল বন্যায় ভাসিয়ে বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত

মালদ্বীপকে গোল বন্যায় ভাসিয়ে বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত

এম. এ রনী

৮ সেপ্টেম্বর ২০২২ ১৮:৫১

 

সাফ অ-১৭ চ্যাম্পিয়নশিফে বড় জয়ে সবার আগে সেমিফাইনালে বাংলাদেশ করলো বাংলাদেশ। বরাবরের মতো বাংলাদেশের বয়সভিত্তিক দলগুলো সাফল্যে সাথে ধারাবাহিক ভাবে চলমান। তারই পথ ধরে এবারো সাফ অনুর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে সবার প্রথমেই সেমিফাইনালে নাম লেখালো বাংলার তরুণ বাঘেরা।

‘এ’ গ্রুপে টানা দুই জয়ে বাংলাদেশ ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে। এই ম্যাচেও বাংলাদেশ প্রথম ম্যাচের মতো মালদ্বীপের জালে ৫টি গোল করে বাংলাদেশের তরুণরা। শ্রীলঙ্কার রেসকোর্স স্টেডিয়ামে টানা দুই জয়ে সেমিফাইনালে সবার আগে নাম লেখালো বাংলাদেশ।

১২ সেপ্টেম্বর ‘বি’ গ্রুপের রানার্স আপ দলের সঙ্গে শেষ চারের লড়াইয়ে খেলবে বাংলাদেশ। 

বাংলাদেশের মিরাজুল ইসলাম আজ হ্যাটট্রিক করেছেন। দ্বিতীয়ার্ধেই তিনি তিনটি গোল করেন। ৭৪-৭৭ মিনিটের মধ্যে তিনি দুটি গোল করেন। দুটি গোলেই বাম প্রান্ত থেকে বক্সে প্রবেশ করে ডিফেন্ডারদের পেছনে ফেলে গোলরক্ষককে পরাস্ত করেন।

রেফারি সাত মিনিট ইনজুরি সময় দেন। ইনজুরি সময়ে মিরাজুল আরেকটি গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন।

গোল পেতে মিরাজকে ৭৪ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হলেও বাংলাদেশ আজ পেয়ে গেছে ৫ মিনিটের মধ্যেই। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচেও ৫ মিনিটের মধ্যে লিড নিয়েছিল দলটি। আজ সংঘবদ্ধ আক্রমণ থেকে নাজমুল হুদা ফয়সাল গোলের সূচনা করেন।

৩৭ মিনিটে বাম প্রান্ত থেকে ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে প্রবেশ করেন আগের ম্যাচের জোড়া গোলদাতা মোর্শেদ আলী, এরপর আগুয়ান গোলরক্ষককে পরাস্ত করে জালে বল পাঠান তিনি। বাংলাদেশ ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায়।

বিরতির পর মিরাজুলের কল্যাণে বাংলাদেশ আরো তিনটি গোল পায়। ফলে টানা দ্বিতীয় ম্যাচে বিশাল জয় নিয়ে চলে যায় সেমিফাইনালে।

এই ম্যাচ নিয়ে দলের সহকারী কোচ আবুল হোসেন মহান আল্লাহকে ধন্যবাদ জানিয়ে বলেন, ছেলেরা কঠোর পরিশ্রম করছে, তারই ফল আমরা মাঠে পাচ্ছি। আল্লাহর রহমতে দলে কোন চোটের সমস্যা নেই। ছেলেরা তাদের নিজ নিজ দায়িত্ব সঠিক ভাবে পালন করতে পারলে ইনশাহ্আল্লাহ আমরা দেশবাসীকে ভালো কিছু উপহার দিতে পারবো। 

তিনি আরো বলেন, আমরা ম্যাচে গোল পাচ্ছি কিন্তু অনেকগুলো সহজ গোল মিস করছি, এই নিয়ে আমাদের আরো কাজ করতে হবে, যাতে করে গোলের একটি সুযোগও নষ্ট না হয়।আগামীর ম্যাচগুলোর জন্য আমাদের জন্য সবাই দোয়া করবেন, যাতে আমরা জয় দিয়েই এই টুর্নামেন্ট শেষ করতে পারি।

আগামী রবিবার (১২সেপ্টেম্বর) বাংলাদেশ মুখোমুখি হবে গ্রূপ ‘বি’ রানার-আপ দলের সাথে।


যোগাযোগ: ৪৪৬ (৪র্থ তলা), নয়াপাড়া, ধনিয়া, যাত্রাবাড়ি, ঢাকা-১২৩৬
মোবাইল:
ইমেইল: sangbadprotidinnews24@gmail.com