3748

05/30/2023 আগমনেই হ্যাট্টিক চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস

আগমনেই হ্যাট্টিক চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস

ক্রীড়া ডেস্ক

১৯ জুলাই ২০২২ ১৭:১৪

বাংলাদেশের ফুটবলে আগমন দিয়ে একের পর এক ইতিহাস গড়ে যাচ্ছে বসুন্ধরা কিংস। বাংলাদেশ ফুটবলের সবকটিই শিরোপা এরই মধ্যে ছোঁয়া হয়ে গেছে কিংসদের। এবার করলো নতুন এক ইতিহাস বাংলাদেশের ফুটবলে আগমনেই হ্যাট্টিক শিরোপা জয় করলো। 

দুই ম্যাচ বাকি রেখে চ্যাম্পিয়ন কিংস। পথ আগলে দাঁড়াল ক্রসবার। অহেতুক ফাউলের মাশুল দিয়ে লাল কার্ড দেখলেন ইয়াসিন আরাফাত। তারপরও মতিন মিয়ার গোলে এগিয়ে থাকার স্বস্তি নিয়ে বিরতিতে গেল বসুন্ধরা কিংস। আর দ্বিতীয়ার্ধে সাবধানী ফুটবল খেলে তুলে নিল জয়। দুই ম্যাচ বাকি থাকতে চ্যাম্পিয়ন হওয়ার উচ্ছ্বাসে ভাসল অস্কার ব্রুসনের দল।

মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে সোমবার সাইফ স্পোর্টিংকে ২-০ গোলে হারিয়েছে কিংস। তাদের দ্বিতীয় গোলটি করেন বিপলু আহমেদ। টানা তৃতীয়বারের মতো লিগ চ্যাম্পিয়ন হলো দলটি।

২০ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে মুকুট ধরে রাখল কিংস। স্প্যানিশ এই কোচের হাত ধরে দলটি পেল সব মিলিয়ে ষষ্ঠ শিরোপার স্বাদ। এর মধ্যে ৩টি প্রিমিয়ার লিগ, ২টি ফেডারেশন কাপ ও একটি স্বাধীনতা কাপ।

প্রথম লেগে দুই দলের ৭ গোলের রোমাঞ্চ ছড়ানো ম্যাচে সাইফ স্পোর্টিংকে ৪-৩ গোলে হারিয়েছিল কিংস। দ্বিতীয় লেগে গোলের ছড়াছড়ি না থাকলেও উত্তাপের কমতি ছিল না। ম্যাচে দুই পক্ষই বারবার বিপজ্জনক ফাউল করে উত্তেজনা ছড়ায়।

পায়ের পেশির চোটে এ ম্যাচে ছিলেন না কিংসের আক্রমণভাগের গুরুত্বপূর্ণ সেনানি রবসন দি সিলভা রবিনিয়ো, তাতে শুরুর একাদশে ফেরেন মতিন মিয়া। করোনাভাইরাস থেকে সদ্য সেরে ওঠা খালিদ শাফিইয়ের বদলে রক্ষণ সামলানোর দায়িত্ব ওঠে কাজী তারিক রায়হানের কাঁধে।

আক্রমণাত্মক খেলা কিংস সুযোগ তৈরি করে তৃতীয় মিনিটেই। এমেরি বাইসেঙ্গের বাধা এড়িয়ে বাইলাইন ধরে আক্রমণে ওঠেন নুহা মারোং। কিন্তু গাম্বিয়ার এই ফরোয়ার্ড বক্সে ঢুকে শট নেওয়ার আগেই বিপদমুক্ত করেন বাইসেঙ্গে।

ষোড়শ মিনিটে আনিসুর রহমান জিকোর দারুণ সেভে বেঁচে যায় কিংস। বাইসেঙ্গের ফ্রি কিক রক্ষণ দেয়ালে লাগার পর বক্সের ভেতরে পেয়ে যান মারাজ হোসেন। শরীর ঘুরিয়ে এই মিডফিল্ডারের নেওয়া সাইড ভলি ফেরান জিকো; এরপর এমফন উদোহর ফিরতি শটও ঝাঁপিয়ে আটকান তিনি।

কিংস প্রথম ভালো সুযোগটি তৈরি করে ২৩তম মিনিটে। তৌহিদুল আলম সবুজের ব্যাক পাস ধরে একটু এগিয়ে বাঁ পায়ে জোরাল শট নেন মিগেল ফিগেইরা দামাশেনো। বল গোলরক্ষক পাপ্পু হোসেনকে ফাঁকি দিয়ে ক্রসবার কাঁপায়।

২৭তম মিনিটে নিজেদের ভুলে গোল হজম করতে বসেছিল সাইফ স্পোর্টিং। নিজেদের অর্ধে সবুজ হোসেন বল হারালে পেয়ে যান মিগেল; একটু এগিয়ে ব্রাজিলিয়ান মিডফিল্ডার পাস দেন ডান দিকে থাকা মারোংকে। তার দুর্বল কোনাকুনি শট পাপ্পু আটকে দেন।

পরের মিনিটেই এগিয়ে যায় কিংস। মিগেলের নিচু পাস একজনের গায়ে লেগে চলে যায় বক্সে মতিনের পায়ে। একটু সময় নিয়ে ঠাণ্ডা মাথায় লক্ষ্যভেদ করেন জাতীয় দলের এই ফরোয়ার্ড।

৩৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ হতে পারত। কিন্তু সবুজের পাস মারোং বুক দিয়ে নামিয়ে দেন মতিনকে। কিন্তু শুরুতে সময়ক্ষেপন করে এবং পরে তালগোল পাকিয়ে শটই নিতে পারেননি তিনি।

এর তিন মিনিট পরই ইয়াসিন আরাফাতের অপ্রয়োজনীয় আরেকটি ফাউলে ১০ জনের দলে পরিণত হয় কিংস। নবম মিনিটে রহিম উদ্দিনকে মাঝমাঠে অহেতুক ফাউল করে প্রথম হলুদ কার্ডটি দেখেছিলেন ইয়াসিন আরাফাত; দ্বিতীয়টিও দেখেন সেই রহিমকেই অকারণ ফাউল করে।

দ্বিতীয়ার্ধের শুরুতে রক্ষণের শক্তি বাড়াতে ফরোয়ার্ড সবুজকে তুলে ডিফেন্ডার শাফিইকে নামান অস্কার ব্রুসন। এ অর্ধে আক্রমণের চেয়ে বলের নিয়ন্ত্রণ পায়ে রাখার দিকেই মনোযোগী ছিল কিংস।

এরই মধ্যে ৬৮তম মিনিটে ভালো সুযোগ পায় তারা। কিন্তু ওয়ান-অন-ওয়ানে গোলরক্ষকে একা পেয়েও লক্ষ্যভেদ করতে পারেননি মারোং। তিনি হেড নেওয়ার আগেই অনেকটা লাফিয়ে ক্লিয়ার করেন পাপ্পু।

৭৫তম মিনিটে মারাজের দূরপাল্লার শট গ্লাভসের ছোঁয়ায় ক্রসবারের উপর দিয়ে বের করে দেন জিকো। একটু পর মারাজের আরেকটি শট পাঞ্চ করে আটকান তিনি।

৮১তম মিনিটে বক্সের ভেতর থেকে কোনাকুনি শটে বিপলু আহমেদ লক্ষ্যভেদ করলে জয় প্রায় নিশ্চিত হয়ে যায় ব্রুসনের দলের।

দুই বড় দলের ম্যাচ উপভোগ করতে মাঠে দর্শকের কমতি ছিল না। সাইফ স্পোর্টিংয়ের হলুদ-কালো জার্সির চেয়ে লাল জার্সিতে কিংসের সমর্থকদের উপস্থিতিতে ছিল বেশি।

ম্যাচ দেখতে মুন্সিগঞ্জে এসেছিলেন জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরাও। কিন্তু প্রেসবক্সের পাশে তার বসার স্থানটি এত গরম ছিল যে, সেখানে টিকতে পারেননি তিনি। স্প্যানিশ এই কোচ ফিজিও ইভান রাজলগকে নিয়ে খেলা দেখেন ড্রেসিংরুমের উপরে দরজার সামনে বসে! কিংসের উৎসবের ম্যাচে দৃষ্টিকটু দৃশ্য বলতে এতটুকুই।

 


যোগাযোগ: ৪৪৬ (৪র্থ তলা), নয়াপাড়া, ধনিয়া, যাত্রাবাড়ি, ঢাকা-১২৩৬
মোবাইল:
ইমেইল: sangbadprotidinnews24@gmail.com