06/07/2023 জমিলা খাতুন উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী ২৪ ডিসেম্বর
নিজস্ব প্রতিবেদক
১২ জুলাই ২০২২ ০০:৫৭
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জমিলা খাতুন উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী ২৪ ডিসেম্বর ধার্য করা হয়েছে।
সোমবার প্রতিষ্ঠানটিতে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত হয়।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, এসএসসি ৯৬ ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ মাসুদ, লোকমান হোসেন, ৯৭ ব্যাচের মাকসুদুর রহমান মিঠু, মফিজুল ইসলাম, ৯৮ ব্যাচের শাহাদাত হোসেন, ৯৯ ব্যাচের তোফাজ্জল হোসেন,২০০০ ব্যাচের কামরুল ইসলাম, ২০০১ ব্যাচের মাঈন উদ্দিন সরকার, নূরজাহান আক্তার , ২০০২ জিয়াউর রহমান, মোঃ জিসান, ২০০৩ মোঃ সাকিব, ২০০৭ ব্যাচের বিল্লাল হোসেন, ২০১৩ ব্যাচের ইয়াসির আরাফাত প্রমুখ।
এ সময় ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক প্রশিক্ষণ সম্পাদক ও এসএসসি ৯৯ ব্যাচের শিক্ষার্থী আবদুল হাই তুহিন।
কমিটির আহ্বায়ক হলেন মাকসুদুর রহমান মিঠু ৯৭। যুগ্ম আহ্বায়ক যথাক্রমে শাহাদাৎ হোসেন ৯৮, তোফাজ্জল হোসেন ৯৯, মাঈন উদ্দিন সরকার ২০০১। কমিটির সদস্য সচিব করা হয়েছে মাজহারুল ইসলাম ২০০১।
সভায় সিদ্ধান্ত হয় রেজিষ্ট্রেশন কার্যক্রম শুরু হবে আগামী ১লা আগস্ট ২০২২।
রেজিস্ট্রেশন ফ্রি আটশত টাকা নির্ধারণ করা হয়েছে। প্রসঙ্গত, জমিলা খাতুন উচ্চ বিদ্যালয়টি ১৯৯১ সালে প্রতিষ্ঠা করেন আলহাজ্ব এবি মঈন উদ্দিন।