368

03/27/2023 বডি বিল্ডিংয়ের ২য় দিনের প্রথম জয়ী রফিকুল

বডি বিল্ডিংয়ের ২য় দিনের প্রথম জয়ী রফিকুল

সংবাদ প্রতিদিন

৩ এপ্রিল ২০২১ ১৪:৫৮

 

৩ এপ্রিল,২০২১: বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসে বডি বিল্ডিং  ইভেন্টের দ্বিতীয় দিনে প্রথম স্বর্ণ জিতেছেন মো. রফিকুল ইসলাম।

 

মেনস ফিজিক ১৭৩+ দৌহিক উচ্চতা শ্রেণীতে স্বর্ণ জিতে নেন রাজশাহী গোল্ডেন জিমের রফিকুল।রৌপ্য পেয়েছেন বাংলাদেশ আনসারের মাহাদী চৌধুরী। ব্রোঞ্জ জিতেছেন চট্টগ্রাম মুন্না নাইট্রিক জিমের তারেক মহিউদ্দিন।

 

মেনস সিনিয়র বডিবিল্ডিং ৫৫ কেজি দৌহিক ওজন শ্রেণীতে স্বর্ণ জেতেন বাংলাদেশ আনসারের মো. মুন্না। রৌপ্য পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর এস কে পান্না। ব্রোঞ্জ জিতেছেন ঢাকা জিমের সজীব আহমেদ সামীর।

 

মেনস সিনিয়র বডিবিল্ডং ৬০ কেজি দৌহিক ওজন শ্রেণীতে স্বর্ণ জিতে নেন বাংলাদেশ আনসারের কবিরাজ মো. নাজিম  খান। রৌপ্য জেতেন ঢাকা গ্যালাক্সি জিমের মো. সোহান হোসেন। ব্রোঞ্জ পেয়েছেন ১০০% মাসল জিমের গোলাম মোস্তফা রাব্বি।


যোগাযোগ: ৪৪৬ (৪র্থ তলা), নয়াপাড়া, ধনিয়া, যাত্রাবাড়ি, ঢাকা-১২৩৬
মোবাইল:
ইমেইল: sangbadprotidinnews24@gmail.com