09/11/2024 একুশে ফেব্রুয়ারি
মোহাম্মদ আশরাফুল আলম রতন
২১ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:৫০
একুশের ছোঁয়ায় যে স্বাধীনতা পেল,মায়ের মুখের ভাষা,
সারা বিশ্ব হয়েছে অবাক শুনে, এমন আত্মত্যাগের কথা।
ওরা এসেছে মুখের ভাষা নিতে কেড়ে যেন আবেগের বেশে
জীবন দিয়ে আকড়ে রেখেছি আমরা আমার মায়ের ভাষা।
সালাম,রফিক, জব্বার, আরও দিয়েছে শত শহীদ আত্মদান,
জীবন দিয়ে রেখে গেলে হে বীর, মায়ের ভাষার সম্মান।
কে বলেরে বাঙালি নয় বীর,বিশ্বে নেই তার কোন অবদান,
আমি বলি, সে তো বীরের চেয়েও বীর, বিশ্ব মহীয়ান।
তাইতো পেলো আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস, একুশে ফেব্রুয়ারি-
আমার ভাইয়ের আত্নত্যাগ,আমি কি ভুলিতে পারি?