02/04/2023 বাংলাদেশ জাতীয় ফুটবল দল ঘোষনা : দলে নতুন দুই প্রবাসী
এম.এ রনী
২৪ আগস্ট ২০২১ ১৩:৩৭
সেপ্টেম্বর-২০২১, কিরগিস্তানের ত্রিদেশীয় টুর্নামেন্ট এর জন্য বাংলাদেশে জাতীয় ফুটবল দলের ২৩ সদস্যের দল ঘোষনা করা হয়েছে। জামাল ভূইয়া এবং কাজী তারিকের পর নতুন আরো দুই প্রবাসী ফুটবলারকে নেওয়া হয়েছে।
এবারের ঘোষিত দলে সর্বোচ্চ ৯জন নেওয়া হয়েছে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস থেকে, ৪জন সাইফ স্পোটিং লিঃ, ৩জন ঢাকা আবাহানী লিঃ, ১জন করে শেখ জামাল, চিটাগাং আবাহানী, মুক্তিযোদ্ধা, মোহামেডান এবং উত্তর বারিধারা থেকে।
প্রবাসী দুই ফুটবলার:
মোঃ তাহমিদ ইসলাম-ইউএসএসএ ভার্টু ক্লাব, ফ্রান্স এবং মোঃ রাহবার ওয়াহিদ খাঁন- নর্থ টোরেন্টো সকার ক্লাব, কানাডা।
ঘোষনাকৃত দলে আছে:
গোলরক্ষক:
আনিসুর রহমান জিকো, মোঃ শহিদুল আলম, মিতুল মারমা
রক্ষণভাগ:
বিশ্বনাথ ঘোষ, তপু বর্মন, তারিক রায়হান কাজী, মোঃ রহমত মিয়া, রিয়াদুল হাসান, ইয়াসিন আরাফাত, মোঃ রেজাউল করিম, মোঃ মেহেদী হাসান, মোহাম্মদ আতিকুজ্জামান
মধ্যমাঠ:
মাসুক মিয়া জনি, জামাল ভূইয়া, সোহেল রানা, মোঃ সাদ্ উদ্দিন, রাকিব হোসাইন, মোঃ তাহমিদ ইসলাম (প্রবাসী)
আক্রমণভাগ:
বিপলু আহম্মেদ, মাহাবুব রহমান সুফিল, মোহাম্মদ ইব্রাহিম, মোঃ মতিন মিয়া, মোঃ রাহবার ওয়াহিদ খাঁন (প্রবাসী)
বাংলাদেশের ম্যাচগুলো: স্থানীয় সময় রাত ৮.৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।
৫ সেপ্টেম্বর ২০২১ প্রতিপক্ষ ফিলিস্তিন
৭ সেপ্টেম্বর ২০২১ প্রতিপক্ষ কিরগিস্তান
৯ সেপ্টেম্বর ২০২১ প্রতিপক্ষ কিরগিস্তান