12/08/2024 পাকিস্তান থেকে ইংল্যান্ডে যাচ্ছেন সাকিব
ক্রীড়া ডেস্ক
২৮ আগস্ট ২০২৪ ১৩:০১
পাকিস্তান সিরিজ শেষে বাংলাদেশে আসছেন না সাকিব। সকল যল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে থাকছেন ভারত সিরিজেও। জাতীয় দলের সাথেই থাকছেন তিনি, খেলছেন পাকিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারণী পরের টেস্টটাও। এমনকি মাঝের সময়ে কাউন্টি ক্রিকেট খেলতে ইংল্যান্ডেও যাচ্ছেন সাকিব।
রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্ট সাকিব খেলেন হত্যা মামলার খড়গ মাথায় নিয়ে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এক গার্মেন্টসকর্মীর নিহতের ঘটনায় তাকে আসামি করা হয়েছে। এরপর জাতীয় দল থেকে বাদ দিয়ে দেশে ফিরিয়ে আনতে দেয়া হয় আইনি নোটিশও।
ফলে সিরিজের দ্বিতীয় টেস্টে সাকিবের খেলা নিয়ে দেখা দেয় শঙ্কা। প্রশ্ন উঠে, তবে কী তাকে দেশে ফিরিয়ে আনবে বিসিবি? উত্তর মেলেছে গতরাতে। বিসিবি’র বরাতে জাতীয় এক গণমাধ্যম জানিয়েছে দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত সাকিবকে খেলাবে তারা।
এমনকি সেপ্টেম্বরের শেষ দিকে ভারত সফরেও সাকিবকে রাখার পরিকল্পনা বিসিবি’র। যদিও মাঝের এই সময়টায় সাকিবকে দেশে ফিরতে হচ্ছে না। বিসিবি’র থেকে ছুটি নিয়ে তিনি যাবেন কাউন্টি ক্রিকেটে খেলতে৷ ইতোমধ্যে বোর্ড থেকে মিলেছে অনাপত্তিপত্রও।
৫ থেকে ১৪ সেপ্টেম্বর ছাড়পত্র পেয়েছেন সাকিব। এই সময়ে সারে ক্লাবের হয়ে একটি চার দিনের ম্যাচ খেলবেন তিনি। ৯ সেপ্টেম্বর থেকে সামারসেটের সাথে গড়াবে সেই ম্যাচ। ম্যাচ শেষ করেই ভারত সিরিজের জন্য ভারতের বিমান ধরবেন সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডার।
১৯ থেকে ভারতের বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলবে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় টেস্ট হবে কানপুরে ২৭ সেপ্টেম্বর। এপর ৩ ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজও খেলবে দুই দল। ৬ অক্টোবর গড়াবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি।
উল্লেখ্য, এর আগে ২০০৯-১০ সালে প্রথম বাংলাদেশি হিসেবে ইংলিশ কাউন্টিতে খেলেন সাকিব। সেবার ওস্টারশায়ারের হয়ে ৮টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছিলেন। এরপর ন্যাটওয়েস্ট টি২০ ব্লাস্ট খেলেন সাকিব ২০১৩ সালে লেস্টারশায়ারের হয়ে।