09/23/2023 ঈদুল আজহা হতে পারে ২১ জুলাই
নিজস্ব প্রতিবেদক:
৫ জুলাই ২০২১ ২২:০০
১৪৪২ হিজরির ঈদুল আজহা আগামী ২১ জুলাই হতে পারে। টাইমঅ্যান্ডডেট ডটকম আগামী ২১ জুলাইকে পবিত্র ঈদুল আজহার দিন হিসেবে উল্লেখ করেছে।
ঈদুল আজহা মুসলমানদের সবচেয়ে বড় দুইটি ধর্মীয় উৎসবের একটি। এটি কুরবানির ঈদ হিসেবে বেশি পরিচিত। প্রতি হিজরি বছরের ১০ জিলহজ পবিত্র ঈদুল আজহা বা কুরবানির উৎসব অনুষ্ঠিত হয়।
আগামী ১১ জুলাই জিলকদ মাসের ২৯ দিন পূর্ণ হবে। এদিন সন্ধ্যায় চাঁদ দেখা গেলেই ২১ জুলাই বুধবার অনুষ্ঠিত হবে পবিত্র ঈদুল আজহা। আর ওই দিন থেকে অনুষ্ঠিত হবে পবিত্র কুরবানি।
১১ জুলাই চাঁদ দেখা না গলে ১২ জুলাই জিলকদ মাস ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে ২২ জুলাই বৃহস্পতিবার।
তাছাড়া টাইমঅ্যান্ডডেট ডটকম-এ বাংলাদেশে ২১ জুলাই বুধবার পবিত্র ঈদুল আজহার তারিখ দেখানো হয়েছে।
সেদিন (১১ জুলাই) সন্ধ্যায় যদি বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যায় তবে ১২ জুলাই পবিত্র জিলহজ মাস গণনা শুরু হবে। আর ২১ জুলাই অনুষ্ঠিত হবে পবিত্র ঈদুল আজহা।
যদি ১১ জুলাই মোতাবেক ২৯ জিলকদ সন্ধ্যায় পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা না যায় তবে ১৩ জুলাই পবিত্র জিলহজ মাস শুরু হবে এবং ২০২১ সালের ২২ জুলাই যথাযোগ্য মর্যাদায় দেশব্যাপী পবিত্র ঈদুল আজহা পালিত হবে।
উল্লেখ্য, ১৪৪২ হিজরির পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে আরব আমিরাতের আন্তর্জাতিক জোতির্বিজ্ঞান কেন্দ্র। সে হিসেবে আগামী ২০ জুলাই আরব আমিরাতসহ বিশ্বের অধিকাংশ মুসলিম দেশে ঈদুল আজহা উদযাপিত হবে।
সংযুক্ত আরব-আমিতের সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে জানা যায়, দেশটির আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের পরিচালক হিসেবে কাজ করছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ শওকত ওদেহ। তিনি বলেন, ১০ জুলাই শনিবার ১৪৪২ হিজরির জিলহজ মাস শুরু হচ্ছে। আর আগামী ১৯ জুলাই আরাফার দিন এবং ২০ জুলাই ঈদুল আজহা পালিত হবে।
উল্লেখ্য, টাইমঅ্যান্ডডেট ডটকম তাদের এ সাইটটিতে ২০১৬ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত ঈদুল আজহার ৭ বছরের তারিখ নির্ধারণের বিবরণ উল্লেখ করেছে।