210

12/08/2024 বার্সা থেকে ধারে রিয়েল বেতিসে ভিতো খক

বার্সা থেকে ধারে রিয়েল বেতিসে ভিতো খক

ক্রীড়া ডেস্ক

২৭ আগস্ট ২০২৪ ১৬:৫৫

 

নতুন ক্লাবে যোগ দিয়েছেন ভিতো খক। চলতি মৌসুমের পুরোটা স্প্যানিশ ক্লাব রেয়াল বেতিসে ধারে খেলবেন বার্সেলোনার তরুণ ফরোয়ার্ড।

গত জানুয়ারিতে ব্রাজিলিয়ান এই ফুটবলারের সঙ্গে চুক্তি করে বার্সেলোনা। আট মাস যেতেই তাকে ধারে অন্য ক্লাবে খেলতে পাঠাল তারা।

১৯ বছর বয়সী খককে পুরো বেতন দেবে বেতিস। এই ফুটবলারকে পরের মৌসুমও ধরে রাখার সুযোগ রয়েছে লা লিগার ক্লাবটির। কেবল তাই নয়, দলটির পাকাপাকিভাবে তাকে কিনে নেওয়ার সুযোগও রাখা হয়েছে চুক্তিতে।

পর্তুগালের ক্লাব স্পোর্তিংও খককে দলে টানতে আগ্রহী ছিল। কিন্তু লা লিগায় থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন এই ব্রাজিলিয়ান। সোমবার তার সঙ্গে চুক্তি করার কথা নিশ্চিত করেছে বেতিস।

বার্সেলোনার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে গত মৌসুমে ১৬ ম্যাচ খেলেন খক। যার ১৪টিই লা লিগায়। কাতালান ক্লাবটির জার্সি গায়ে দুটি গোল করেন তিনি। বেশিরভাগ ম্যাচই খেলেন তিনি বদলি হিসেবে।

 


যোগাযোগ: ৪৪৬ (৪র্থ তলা), নয়াপাড়া, ধনিয়া, যাত্রাবাড়ি, ঢাকা-১২৩৬
মোবাইল:
ইমেইল: [email protected]