1978

03/27/2023 বসুন্ধরা কিংসের জয়রথ চলছেই

বসুন্ধরা কিংসের জয়রথ চলছেই

স্পোর্টস ডেস্ক: এম এ রনী

২৮ জুন ২০২১ ১৭:২১

বসুন্ধরা কিংসের জয়রথ চলছেই এফসি ব্রাহ্মণবাড়িয়াকে ৬-০  গোলে পরাজিত করে পয়েন্ট টেবিল সমৃদ্ধশালী করল বসুন্ধরা কিংস নারী ফুটবল দল।

 

 

 

বসুন্ধরা কিংস মাঠে নামা মানেই গোলের বন্যা তার ব্যতিক্রম হল না এই ম্যাচেও। খেলার প্রথম থেকে প্রাধান্য বিস্তার করে খেলতে থাকা বসুন্ধরা কিংস এফসি ব্রাহ্মণবাড়িয়াকে ছয় গোলে উড়িয়ে দিয়ে লীগে তাদের অপরাজিত রেকর্ড অক্ষুন্ন রেখে চাম্পিয়ন হওয়ার পথকে আরো শক্তিশালী করলো। 

"মহিলা ফুটবল লীগ ২০২০-২১" এর আজকের ম্যাচটি বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে এফসি ব্রাহ্মণবাড়িয়া এবং বসুন্ধরা কিংস এর মধ্যে আজ সকাল ১১.০০ ঘটিকায় অনুষ্ঠিত হয়।

 

ম্যাচটিতে বসুন্ধরা কিংস ৬-০ গোলে এফসি ব্রাহ্মণবাড়িয়া-কে পরাজিত করে। বসুন্ধরা কিংস এর পক্ষে কৃষ্ণা ১৮ ও ২১ মিনিটে দু’টি, স্বপ্না, ৪৯ ও ৯০+৩ মিনিটে দু’টি, সাবিনা খাতুন ও সুলতানা ৬ ও ৮৯ মিনিটে দু’টি গোল করেন।

 

 


যোগাযোগ: ৪৪৬ (৪র্থ তলা), নয়াপাড়া, ধনিয়া, যাত্রাবাড়ি, ঢাকা-১২৩৬
মোবাইল:
ইমেইল: sangbadprotidinnews24@gmail.com