1975

03/27/2023 পূর্তগালের স্বপ্ন ভেঙ্গে বেলজিয়ামের শেষ আট নিশ্চিত

পূর্তগালের স্বপ্ন ভেঙ্গে বেলজিয়ামের শেষ আট নিশ্চিত

স্পোর্টস ডেস্ক: এম.এ রনী

২৮ জুন ২০২১ ১২:৪২

শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে আসা পুর্তগালকে ফিরতে হলো খালি হাতে। ম্যাচে পূর্ণ আধিপত্য বিস্তার করে খেলেও গোল করতে ব্যর্থ। বেলজিয়ামের তোরগান হ্যাজার্ড এর অসাধারণ এক গোলে পূর্তগালের স্বপ্ন যাত্রা ভঙ্গ হলো।

 

 

শেষ ষোলর ম্যাচে গতকাল রাতে সেভিয়ার লা কার্তুহায় মুখোমুখি হয় পূর্তগাল এবং বেলজিয়াম। ম্যাচটি বেলজিয়া ১-০ গোলে জয়ী হয়ে শেষ আট নিশ্চিত করে। খেলার পূর্তগাল পূর্ণ প্রধান্য বিস্তার করে খেললেও গোল করতে ব্যর্থ হয়। অন্য দিকে ম্যাচে রক্ষনাত্নক এবং কাউন্টার এ্যাটাক নির্ভর করে ডি-বক্সের বাহির থেকে তোরগানের এক অসাধারণ দূরপাল্লার শটে গোল করে শেষ আটে নিয়ে যায় বেলজিয়ামকে।

 

যোগাযোগ: ৪৪৬ (৪র্থ তলা), নয়াপাড়া, ধনিয়া, যাত্রাবাড়ি, ঢাকা-১২৩৬
মোবাইল:
ইমেইল: sangbadprotidinnews24@gmail.com