বিএনপির বিপ্লব ও সংহতি দিবসের ১০ দিনের কর্মসূচি ঘোষণা
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৪ ১৭:০৭; আপডেট: ৩১ অক্টোবর ২০২৪ ১৭:১৬
আসন্ন ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসকে কেন্দ্র করে বিএনপি ১০ দিনের বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) নয়াপল্টনে অনুষ্ঠিত দলের যৌথ সভা শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি তুলে ধরেন।
বিএনপির এই যৌথসভায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যোগ দেন। বিএনপি ও এর অঙ্গসংগঠনের শীর্ষ নেতাদের উপস্থিতিতে ঘণ্টাব্যাপী চলা এই বৈঠকে দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনা হয়। মির্জা ফখরুল সভায় অভিযোগ করেন যে, গত ১৫ বছরে আওয়ামী লীগ ইতিহাসকে বিকৃত করেছে। তিনি জানান, ৭ নভেম্বরের গুরুত্ব নতুন প্রজন্মের কাছে তুলে ধরার উদ্দেশ্যে এই কর্মসূচি নেওয়া হয়েছে।
এ সময় বিএনপি মহাসচিব আরো বলেন যে, দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য ফ্যাসিবাদ মুক্ত করার পরেও এখনো যথাযথ সংস্কারের প্রয়োজন আছে, যা বাস্তবায়িত হলে জনগণের জন্য গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা সম্ভব হবে।
আপনার মূল্যবান মতামত দিন: