খালেদা জিয়ার নাশকতা মামলায় হাইকোর্টের রায়: বাতিল
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৪ ১৭:০৩; আপডেট: ৩১ অক্টোবর ২০২৪ ১৭:০৩
রাজধানীর দারুস সালাম থানায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে বিগত সরকারের সময়ে দায়ের করা নাশকতার মামলা বাতিলের রায় দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের নেতৃত্বে হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এই রুল মঞ্জুর করেন।
খালেদা জিয়ার পক্ষে মামলার শুনানিতে উপস্থিত ছিলেন সিনিয়র এডভোকেট জয়নুল আবেদীনসহ অন্যান্য বিশিষ্ট আইনজীবীরা। উল্লেখ্য, গতকালও খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত ১১টি রাষ্ট্রদ্রোহ ও নাশকতা মামলা বাতিল করে হাইকোর্ট রায় দেন।
আপনার মূল্যবান মতামত দিন: