দ্রুত নির্বাচনের রোডম্যাপ দেয়ার দাবি বিএনপি নেতাদের
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৪ ১৫:১০; আপডেট: ৮ ডিসেম্বর ২০২৪ ০৯:০০
নির্বাচন যত পিছিয়ে যাবে সঙ্কট তত তীব্র হবে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা । সেকারণেই নির্বাচনের রোডম্যাপ দ্রুত ঘোষণার দাবি জানান তারা। অনিয়ম দুর্নীতির যেসব অভিযোগের কথা শোনা যাচ্ছে, তা যদি চলতে থাকে অন্তর্বর্তী সরকারের ওপর মানুষের আস্থা থাকবে না বলে মনে করেন, বিএনপি নেতারা।
জনগণের প্রত্যাশা ছিলো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নানা বিষয় সংস্কার করবে। পরে নির্বাচিত সরকার সংসদে তা পাশ করবে। এতে এই সরকারের গ্রহণযোগ্যতা পাবে। তবে দুইমাসের মধ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার উল্লেখযোগ্য কোন কাজ করেনি। জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত কর্মসূচিতে এ সব কথা বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
ঢাকা রিপোর্টার্স ইউনিটেতে এক আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায়ও বাজারে সিন্ডিকেট সক্রিয় রয়েছে । আওয়ামী লীগের দুর্নীতিবাজরা এখনও দেশে আছে, তারাই অস্থিরতা করছে বলে মনে করেন তিনি ।
নির্বাচান কমিশন সংশোধনসহ বেশ কয়েকটি সংষ্কারের মাধ্যমে ২০২৫ সালের মধ্যে নির্বাচন দিলে জনগণের সাধুবাদ জানাবে বলে জানান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ।
সচিবালয় ও প্রশাসন থেকে আওয়ামী লীগের প্রেতাত্মাদের বের করতে না পারলে সফলতা আসবে না বলে মন্তব্য করেন, বিএনপি নেতারা।
আপনার মূল্যবান মতামত দিন: