বাজারে শোভা পাচ্ছে টসটসে আম
নিজস্ব প্রতিবেদক: | প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২১ ০৬:৫৫; আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৩ ২৩:৩৪

খুলনার বাজারে শোভা পাচ্ছে টসটসে আম। যা দেখে অনেকেই ভিড় করছেন। কেউ দেখছেন আবার কেউ কিনছেন। মৌসুমের প্রথম রসালো এই ফল কিনতে দাম একটু বেশিই গুনতে হচ্ছে ক্রেতাদের। বিক্রেতারাও ইচ্ছেমতো দাম হাঁকাচ্ছেন। বর্তমানে খুলনার বাজারে কেজিপ্রতি আম বিক্রি হচ্ছে ১৫০ থেকে ২০০ টাকায়।
নগরীর টুটপাড়া এলাকার বাসিন্দা আব্দুল্লাহ আল মামুন রুবেল বলেন, হেলাতলা ও সদর থানার মোড়ে ১৫০ টাকা কেজি দরে আম বিক্রি করতে দেখা যায়। দিন যত যাবে আমের মূল্য তত কমবে। এখানকার অধিকাংশ আম সাতক্ষীরার।
খালিশপুরের চিত্রালীবাজার এলাকার বাসিন্দা মাসুদ আসিফ জানান, ‘বাজারে আম এখনো সেইভাবে উঠিনি। অল্প কিছু আম দেখা যাচ্ছে, তবে তার মূল্য চড়া। কেজিপ্রতি ১৫০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে আম।’

নগরীর ডাকবাংলা মোড় এলাকার ফলের দোকানে আসা ক্রেতা নাজমুল হক জানান, ‘আম তার খুব পছন্দের ফল। দাম যদিও বেশি। আম দেখে তিনি লোভ সামলাতে না পেরে ১৫০ টাকা দরে ক্রয় করেছেন।’
নগরীর বাংলাদেশ ব্যাংক মোড়ে আমবিক্রেতা মিজান জানান, ‘দুদিন ধরে সোনাডাঙ্গা ট্রাক টার্মিনাল থেকে ক্রয় করে প্রতি কেজি আম ২০০ টাকা দরে বিক্রি করছি।’
খুলনা সদর থানার সামনে থাকা আমবিক্রেতা আশিকুর রহমান আশিক জানান, ‘নিজস্ব কোনো পুঁজি নেই। মহাজনের কাছ থেকে আম নিয়ে তিনি ফেরি করে বিভিন্ন এলাকায় বিক্রি করেন। এ হিসেবে তিনি প্রতিদিন পারিশ্রমিক হিসেবে ৪৫০ টাকা নেন।’
খুলনার বড়বাজার পাইকারি কাঁচা ও পাকা ফলের আড়ত মালিক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল হায়দার পাটোয়ারী জানান, ‘বাজারে আম উঠেছে বলে শুনেছি। তবে মৌসুমি আম আসতে এখনো ১০ থেকে ১৫ দিন সময় লাগবে।’
আপনার মূল্যবান মতামত দিন: