৩০ এপ্রিলই মাঠে গড়াবে পেশাদার লিগ: আব্দুস সালাম মুর্শেদী
সংবাদ প্রতিদিন | প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২১ ১৫:৫৭;
আপডেট: ২৮ এপ্রিল ২০২১ ১৬:২৮
নতুন করে লকডাইন দেওয়ার পর পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী ৩০ এপ্রিল থেকে পেশাদার লিগের দ্বিতীয় পর্যায় খেলা মাঠে গড়ানো নিয়ে কিছুটা সংশয় ছিল। কিন্তু আজ এক সংবাদ সম্বেলনের মাধ্যমে বাফুফের সিনিয়র সহ-সভাপতি তা নিশ্চিত করে বলেন ৩০ তারিখই মাঠে গড়াবে পেশাদার ফুটবল, কিন্তু সরকারের দিক নির্দেশনা অনুযায়ীই পরিচালনা হবে।
অদ্য ২৮ এপ্রিল, ২০২১ তারিখে এক সংবাদ সম্মেলনে বাফুফে’র সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী-এমপি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘আমাদের কমিটি থেকে সিদ্ধান্ত নেয়া হয় যে আগামী ৩০ এপ্রিল থেকে পেশাদার লীগের দ্বিতীয় পর্বের খেলা শুরু হবে। এ সিদ্ধান্ত এখনও পর্যন্ত বহাল আছে। দ্বিতীয় পর্বে আগের মতো চারটি ভেন্যুতেই খেলা হবে এবং সরকারের সকল প্রোটোকল মেনেই খেলা চলবে। তবে লকডাইন পিরিয়ডে শুধুমাত্র একটি ভেন্যু বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়ামে খেলা হবে। এএফসি চ্যাম্পিয়ন লিগে আবাহনী লিঃ, ঢাকা অংশ নিবে কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আমাদেরকে তারা জানায়নি। বসুন্ধরা কিংস খেলবে সেটি নিশ্চিত। তাই দ্বিতীয় পর্বের ফিক্সচার আমরা এখনও তৈরি করতে পারিনি। আবাহনী লিঃ, ঢাকা তাদের সিদ্ধান্ত জানিয়ে দিলে আমরা ফিক্সচার প্রকাশ করবো।’ এসময় আরো উপস্থিত ছিলেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।
আপনার মূল্যবান মতামত দিন: