৯ দিনে জামিন পেয়েছেন ১৭ হাজার হাজতি
নিজস্ব প্রতিবেদক: | প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২১ ২০:৩১; আপডেট: ২৬ এপ্রিল ২০২১ ২০:৩৫

গত ৯ দিনে ভার্চুয়াল আদালতের মাধ্যমে ১৭ হাজার ৫৬ জন হাজতি জামিন পেয়েছেন। আর ৯ কার্যদিবসে ৩০ হাজার ৫০০ টি মামলায় ভার্চুয়াল শুনানি হয়েছে। সোমবার (২৬ এপ্রিল) সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মুহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানিয়েছেন।
জানা গেছে, করোনা সংক্রমণ রোধে দ্বিতীয় দফায় সারাদেশে অধঃস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ভার্চুয়াল পদ্ধতিতে জামিন এবং অতীব জরুরি ফৌজদারি দরখাস্তের ওপর শুনানি হয়েছে। রবিবার (২৫ এপ্রিল) সারাদেশের অধস্তন আদালত ও ট্রাইব্যুনালে ভার্চুয়াল শুনানিতে ৩৬৫২টি জামিন-দরখাস্ত নিষ্পত্তি করা হয়েছে এবং ১৮৩৯ জন হাজতি অভিযুক্ত আসামিকে জামিন দেওয়া হয়েছে।
সবমিলিয়ে ৯ কার্যদিবসে ৩০ হাজার ৫০০টি মামলায় ভার্চুয়াল শুনানির মাধ্যমে মোট ১৭ হাজার ৫৬ জন কারামুক্ত হয়েছেন। পাশাপাশি এসময়ে জামিন পেয়েছে ১৯০ শিশু।
আপনার মূল্যবান মতামত দিন: