ফাঁসির আসামিদের ছাড়াতে গিয়ে ভুয়া পুলিশ কর্মকর্তা ধরা
সংবাদ প্রতিদিন | প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২১ ১৯:৫৫; আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৩ ২২:৩৮

গুরুত্বপূর্ণ দলিল জালিয়াতি করে ফাঁসির দণ্ডপ্রাপ্ত দুই আসামিকে ছাড়ানোর জন্য টাকা নেওয়ার সময় সোহেল রানা নামে পুলিশের এক ভুয়া উপ-পরিদর্শককে (এসআই) আটক করা হয়েছে। সোমবার (১৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা আদালত প্রাঙ্গণ থেকে তাকে আটক করে সদর থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ খান বলেন, ভুয়া পুলিশ কর্মকর্তা সেজে সাজাপ্রাপ্ত দুই আসামির পরিবারের কাছ থেকে টাকা নেওয়ার সময় সোহেল রানা নামে একজনকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে পুলিশ পরিচয়ের একটি আইডি কার্ড ও কয়েকটি ভিসা কার্ড জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
আপনার মূল্যবান মতামত দিন: