র্যাবের নিয়ন্ত্রণে পাওয়া গেল আয়নাঘরের চেয়েও নিকৃষ্ট গুম সেল
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৪ ১৬:৫৫; আপডেট: ৮ ডিসেম্বর ২০২৪ ১২:০৫
গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি জানায়, আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে একমাত্র বিজিবি ছাড়া অন্য সব বাহিনীর বিরুদ্ধে গত ১৬ বছরে গুমের ঘটনার সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। এ সংক্রান্ত তদন্তে উঠে এসেছে আয়নাঘরের চেয়েও ভয়ঙ্কর একটি সেলের অস্তিত্ব, যা ছিল র্যাবের নিয়ন্ত্রণে। গুমের বেশিরভাগ ঘটনা রাজনৈতিক কারণে ঘটে বলে কমিশনের ব্রিফিংয়ে জানানো হয়। এছাড়া, বিদেশি কোনো রাষ্ট্র এই ঘটনার সাথে সংশ্লিষ্ট কি না, তা নিয়ে চলছে গভীর তদন্ত।
৩১ অক্টোবর পর্যন্ত কমিশনে ১,৬০০টিরও বেশি অভিযোগ জমা পড়ে, যার মধ্যে ৩৮৩টি অভিযোগ যাচাই করা হয়েছে। এই তদন্তে র্যাবের বিরুদ্ধে ১৭২টি, সিটিটিসির ৩৭টি, পুলিশের ২৫টি, ডিবির ৫৫টি এবং ডিজিএফআইয়ের ২৬টি অভিযোগে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। মানবাধিকার কর্মী ও কমিশন সদস্য নূর খান জানান, প্রায় ২০০ ব্যক্তি এখনও নিখোঁজ রয়ে গেছেন।
কমিশনের অন্য সদস্যরা বলেন, নিরপেক্ষ তদন্তে বাধা সৃষ্টি করতে অনেক ক্ষেত্রে আলামত ধ্বংসের চেষ্টা করা হচ্ছে। গুমের তদন্ত কার্যক্রমকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য গণমাধ্যমের সহযোগিতা কামনা করেছে কমিশন।
আপনার মূল্যবান মতামত দিন: