বাজার কারসাজিতে এক কাতারে ব্যবসায়ীরা: অর্থ ও বাণিজ্য উপদেষ্টা
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৪ ১৬:৫১; আপডেট: ৮ ডিসেম্বর ২০২৪ ১২:৫০
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে সিন্ডিকেট ভাঙতে আপ্রাণ চেষ্টা চালানো হচ্ছে। বাজার কারসাজির বিরুদ্ধে রাজনৈতিক মতবিরোধ থাকলেও স্বার্থের জায়গায় একতাবদ্ধ হয়ে আছে কারসাজিকারীরা—এমনটাই মন্তব্য করেছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
তিনি বলেন, এ ধরনের চক্র নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখতে বড় বাধা হিসেবে কাজ করছে। সম্প্রতি বাংলাভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা জানান উপদেষ্টা।
গত কয়েক বছর ধরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে ভোগান্তিতে পড়েছে সীমিত আয়ের মানুষ। আওয়ামী লীগ সরকারের কাছের শিল্পগোষ্ঠী এবং ক্ষমতাসীন ব্যক্তিরা তাদের সুবিধার জন্য বাজার নিয়ন্ত্রণ করেছে, এমন অভিযোগও উঠেছে। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে বাজারে স্বস্তি আসবে বলে ধারণা করা হলেও বাস্তবচিত্র এখনো ভিন্ন। পাশাপাশি, দেশের সাম্প্রতিক বন্যায় কৃষিখাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, যা সরবরাহ ব্যবস্থায় প্রভাব ফেলেছে।
অর্থ ও বাণিজ্য উপদেষ্টা আরও উল্লেখ করেন যে, ব্যবসায়ীরা বাজার কারসাজির ক্ষেত্রে স্বার্থের প্রশ্নে ঐক্যবদ্ধভাবে কাজ করে, যা বাজার স্থিতিশীলতায় নেতিবাচক প্রভাব ফেলছে। আগের সরকারের অনিয়ন্ত্রিত মুদ্রা সরবরাহের কারণে মূল্যস্ফীতি বেড়ে গেছে বলেও তিনি মত দেন। উপদেষ্টা আরও বলেন, কৃষক ও ভোক্তার মধ্যে মূল্য ব্যবধান কমানোর জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিতে আগ্রহী।
আপনার মূল্যবান মতামত দিন: