প্রথম দফার লকডাউনের শেষ দিন আজ
তাকওয়া ইসলাম | প্রকাশিত: ১০ এপ্রিল ২০২১ ২২:০৫; আপডেট: ১০ এপ্রিল ২০২১ ২২:০৭

গত সোমবার থেকে চলমান এক সপ্তাহের লকডাউন শেষ হচ্ছে আজ রবিবার।
প্রথম কয়েকদিন কড়াকড়ি থাকলেও মানুষের ভোগান্তির কথা চিন্তা করে সরকার লকডাউন শিথিল করে । এ সময় স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলেছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে খুলে দেয়া হয় দােকান পাঠও।
তবে আগামী ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউন দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। তবে এসময় জরুরী সেবা ছাড়া সকল কিছু বন্ধ খাকবে। চলবে না কোনো গণপরিবহন, বন্ধ থাকবে শপিংমল ও দোকান পাঠ।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘দেশে করোনা সংক্রমণ ভয়াবহ রূপ নিয়েছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর হার। সঙ্গে বাড়ছে জনগণের অবহেলা ও উদাসীনতা। এমতাবস্থায় সরকার জনস্বার্থে আগামী ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউনের বিষয়ে সক্রিয় চিন্তা-ভাবনা করছে।
এদিকে সংক্রমণ কমানোর জন্য পরিপূর্ণভাবে অন্তত দুই সপ্তাহের লকডাউনের সুপারিশ করেছে কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
শনিবার (১০ এপ্রিল) গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৭৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশে নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৫ হাজার ৩৪৩ জন। সবমিলিয়ে দেশে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৭৮ হাজার ৯৩৭ জনে। মোট মৃত্যু হয়েছে ৯ হাজার ৬৬১ জনের।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩ হাজার ৮৩৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৭২ হাজার ৩৭৮ জন।
আপনার মূল্যবান মতামত দিন: