বাংলাদেশের আসিয়ান সদস্য পদে ইন্দোনেশিয়ার সমর্থন প্রত্যাশা প্রধান উপদেষ্টার
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৪ ২১:০৫; আপডেট: ৮ ডিসেম্বর ২০২৪ ১১:৩২
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ আসিয়ানে বাংলাদেশের অন্তর্ভুক্তির জন্য ইন্দোনেশিয়ার সমর্থন চেয়েছেন এবং ইন্দোনেশিয়ার বাজারে বাংলাদেশি ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন। আজ রোববার বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হেরু হারতান্তো সুবোলো তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বিদায়ী সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টার সাথে এ বিষয়ে আলোচনা করেন।
ড. ইউনূস রাষ্ট্রদূতের প্রতি অনুরোধ জানান, “আসিয়ান সদস্যপদের বিষয়ে ইন্দোনেশিয়ার সমর্থন আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এটি আমাদের ব্যবসায়িক ও আঞ্চলিক অংশীদারিত্বকে আরও জোরদার করবে।” তিনি আরও জানান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইবরাহিমের সাম্প্রতিক ঢাকা সফরের সময়ও তিনি এই বিষয়ে আলোচনা করেছিলেন, যেহেতু আগামী জানুয়ারিতে মালয়েশিয়া আসিয়ানের সভাপতিত্ব গ্রহণ করতে যাচ্ছে।
রাষ্ট্রদূত সুবোলো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি ইন্দোনেশিয়ার সমর্থনের আশ্বাস দেন এবং জানান, আসিয়ান সদস্যপদে বাংলাদেশের প্রচেষ্টাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। “আমরা বাংলাদেশের পাশে থেকে সম্ভাব্য সকল সহযোগিতা প্রদান করতে প্রস্তুত,” বলে তিনি উল্লেখ করেন।
ড. ইউনূস ইন্দোনেশিয়ায় ক্ষুদ্রঋণ প্রচারের জন্য তার একাধিক সফরের কথা উল্লেখ করে বলেন, “বাংলাদেশি ব্যবসায়ীরা ইন্দোনেশিয়ায় খুবই সীমিতভাবে উপস্থিত, যা দেশের ব্যবসা সম্প্রসারণের জন্য আরও বৃহত্তর সুযোগ তৈরি করতে পারে।”
তিনি ইন্দোনেশিয়ার বৃহত্তম মুসলিম দেশ হিসেবে বাংলাদেশি জনগণ এবং সংস্কৃতির সাথে যোগাযোগ বৃদ্ধির আহ্বান জানিয়ে বলেন, “বাংলাদেশি শিক্ষার্থী এবং পেশাজীবীদের ইন্দোনেশিয়ার বিভিন্ন খাতে অংশগ্রহণ বাড়ানো গেলে উভয় দেশের সম্পর্কে আরও গভীরতা আসবে।”
রাষ্ট্রদূত সুবোলো বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে ব্যবসা ও শিক্ষাক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির আশ্বাস দেন। তিনি ২০২৪ সালের জুলাই মাসে মাতারবাড়ী এবং অন্যান্য এলাকায় সোলার পিভি বিনিয়োগ প্রকল্প নিয়ে পারটামিনা পাওয়ার ইন্দোনেশিয়া এবং কোল জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের মধ্যে এমওইউ স্বাক্ষরকে এক ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
প্রধান উপদেষ্টা ইন্দোনেশিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ানতোকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
আপনার মূল্যবান মতামত দিন: