দেশে ইতিবাচক পরিবর্তনের জন্য তরুণদের স্বপ্ন দেখার আহ্বান : ড. মুহাম্মদ ইউনূসের
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৪ ২১:০১; আপডেট: ৩ নভেম্বর ২০২৪ ২১:০২
দেশের উন্নয়ন ও পরিবর্তনের জন্য তরুণদের ইতিবাচক স্বপ্ন দেখতে উৎসাহিত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ তেজগাঁওয়ে তার কার্যালয়ে এনডিসি এবং এফডব্লিউসি কোর্সের সদস্যদের সাথে আলোচনাকালে তিনি বলেন, “তরুণরা স্বপ্ন দেখতে শুরু করলে দেশও পরিবর্তনের পথে এগিয়ে যাবে। স্বপ্নই হলো সব উন্নয়নের মূল ভিত্তি; তাই আমি তরুণদের স্বপ্ন দেখার ও তাদের লক্ষ্য নির্ধারণের আহ্বান জানাই।”
তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, "নিজেকে প্রশ্ন করুন, আমি কীভাবে সমাজে প্রভাব ফেলতে পারি? একবার লক্ষ্য স্থির করলে, তা অর্জনের ক্ষমতা আপনার মধ্যেই রয়েছে।"
ড. ইউনূস বর্তমান বিশ্বের তরুণদের ‘সম্ভাবনাময় প্রজন্ম’ হিসেবে অভিহিত করে বলেন, "তরুণদের হাতে আজ যে প্রযুক্তি রয়েছে, তা তাদেরকে অনেক শক্তিশালী করেছে। প্রযুক্তিকে তিনি আলাদিনের চেরাগের মতো উল্লেখ করে বলেন, “ছাত্র আন্দোলন এবং বিপ্লবের সাফল্যের পেছনে প্রযুক্তির অবদান অনেক বড়।”
তিনি আরও বলেন, তরুণরা রাজনীতির জন্য নয় বরং নিজেদের জন্য একটি নতুন বাংলাদেশ গড়তে চায়। নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত এই অর্থনীতিবিদ বিশ্বজুড়ে শান্তির জন্য কাজ করার ওপর গুরুত্ব আরোপ করেন।
“বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠার জন্য সবাইকে নিজেদের অঙ্গীকার করতে হবে,” উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, “আমাদের গ্রহে প্রতিটি সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় রয়েছে, অথচ কোথাও শান্তি মন্ত্রণালয় নেই। অথচ, যদি শান্তি অর্জনই আমাদের লক্ষ্য হয়, তাহলে শান্তি মন্ত্রণালয় কেন নেই?”
বিশ্বের প্রেক্ষাপটে এই আত্মবিধ্বংসী ধাঁচের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, “মানুষ পরিবেশ ধ্বংসের মাধ্যমে পৃথিবীকে নিজেরাই ধ্বংস করছে; আমরা একটি আত্মবিধ্বংসী সভ্যতার দিকে এগিয়ে চলেছি।”
প্রধান উপদেষ্টা তার বক্তব্য শেষে এনডিসি এবং এএফডব্লিউসি কোর্সের সদস্যদের সফলতা কামনা করেন।
আপনার মূল্যবান মতামত দিন: