ঢাকা রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১

নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

এম. এ রনী | প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৪ ২০:৫৯; আপডেট: ৩১ অক্টোবর ২০২৪ ১৮:৪৩

বাংলাদেশের মেয়েদের সাফ জয়ের গৌরব: নেপালকে ২-১ গোলে পরাজিত করে শিরোপা রক্ষা।

কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে ১৫,৩৭৩ জন দর্শকের উপস্থিতিতে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হয় বাংলাদেশ ও নেপাল। মূলত নেপালিদের সমর্থনেই স্টেডিয়াম মুখরিত ছিল, তবে মাঠের প্রতিটি মুহূর্তে সেই সমর্থকদের চুপ করিয়ে দিয়েছেন বাংলাদেশের মেয়েরা। মারিয়া মান্দা, মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমাদের চমৎকার খেলা নিঃশব্দ করেছে নেপালের সমর্থকদের। দুই বছর আগেই এই মাঠে সাফল্যের গল্প লেখা হয়েছিল, আর এবার সেই ইতিহাস রঙিনভাবে পুনরাবৃত্তি করলো বাংলাদেশ, নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার সাফ শিরোপা ধরে রাখল।

 

ম্যাচের উত্তেজনা শুরু হয় প্রথম মিনিট থেকেই। তহুরার কাছ থেকে সুযোগ পেয়েছিল বাংলাদেশ; ডিফেন্ডারের একটি ভুলে বল চলে আসে তার কাছে, যদিও শটটি পোস্টে লেগে ফিরে আসে। নেপালের গোলকিপার আনজিলা সেই আক্রমণ ঠেকিয়ে নেপালকে ম্যাচে টিকিয়ে রাখেন।

 

বাংলাদেশের রক্ষণভাগও চাপের মুখে পড়ে। নেপালের নাম্বার নাইন সাম্বার এক আক্রমণে এগিয়ে এলেও বাংলাদেশের গোলকিপার রূপনা চাকমা সতর্ক ছিলেন। প্রথমার্ধে এই রকম আক্রমণ-পাল্টা আক্রমণের মধ্যেই খেলাটি প্রতিযোগিতামূলক হয়ে ওঠে।

 

দ্বিতীয়ার্ধের শুরুতে বাংলাদেশের খেলায় গতি আসে। ৫১ মিনিটে সাবিনা খাতুনের থ্রু বল প্রতিপক্ষের ডিফেন্ডারের বুটে লেগে চলে আসে মনিকা চাকমার কাছে, যিনি বল নিয়ে প্রতিপক্ষের গোলরক্ষকের সামনে পৌঁছে যান এবং চমৎকারভাবে বল জালে জড়িয়ে বাংলাদেশকে এগিয়ে দেন। তবে নেপালও প্রতিক্রিয়া দেখায় এবং পাঁচ মিনিটের মধ্যেই আমিশা কারকির গোলে ম্যাচে সমতা ফিরে আসে।

 

এরপর ম্যাচের ক্লাইম্যাক্সে আসে বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। ৮০ মিনিটে, একটি থ্রো ইন থেকে বল পেয়ে ঋতুপর্ণা চাকমা সামনে এগিয়ে যান। আনমার্কড অবস্থায় তিনি ক্রস মনে করে বলটি নেপালের গোলরক্ষকের হাতে লাগিয়ে জালে পাঠিয়ে দেন। এই গোলেই বাংলাদেশ দ্বিতীয়বারের মতো সাফ শিরোপা রক্ষা করে, আর নেপাল আবারও ফাইনালে হারার হতাশা নিয়ে মাঠ ছাড়ে।

 

বাংলাদেশের এই জয় শুধু সাফ চ্যাম্পিয়নশিপ নয়, দক্ষিণ এশিয়ায় মেয়েদের ফুটবলে তাদের দৃঢ় অবস্থানকে আরও মজবুত করেছে।




আপনার মূল্যবান মতামত দিন:


এই বিভাগের জনপ্রিয় খবর
Top