ঢাকা শুক্রবার, ৯ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০

.

জেদ থেকেই এ পদক: উর্মি

সংবাদ প্রতিদিন | প্রকাশিত: ১০ এপ্রিল ২০২১ ২১:৪২; আপডেট: ৯ জুন ২০২৩ ২৩:৩৭

 

১০ এপ্রিল, ২০২১: ২০১৬ সালে সিনিয়র ব্যাডমিন্টন দিয়ে শুরু উর্মির আক্তারের। এরপর নিয়মিত খেলেছেন জাতীয় চ্যাম্পিয়নশিপে। কিন্তু শাপলা আক্তার-এলিনা সুলতানার দাপটে কখনো সুবিধা করতে পারেননি। দেশ সেরা দুই নারী শাটলারের অনুপস্থিতে সদ্য সমাপ্ত র‌্যাঙ্কিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন উর্মি। এবার বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসে সবাইকে চমকে দিয়ে সোনা জিতেনিলেন খুলনার এ শাটলার।

গেমসের এ সাফল্যর পর উর্মি আক্তার বলেন, ‘আমি দ্বৈত ইভেন্টে সোনা হারানোর পর জেদ চেপেছিলো- সিঙ্গেলসে জিতবোই! প্রথম সেট হারার পর মনোবল ভেঙ্গে যায়। আমার কোচ (অহিদুজ্জামান) রাজু ভাই সাহস যুগিয়েছেন। আমি ধীরে ধীরে খেলায় ফিরি । পরের দুই সেট জিতে সোনার পদক নিশ্চিত করি। শাপলা আক্তার-এলিনা সুলতানা না থাকায় এ অর্জন সহজ হয়েছে উল্লেখ করে উর্মি আক্তার বলেন, ‘তারা থাকলে প্রতিযোগিতা জমজমাট হতো। তারা দুজনই অনেক অভিজ্ঞ। তাদের সঙ্গে খেললে অনেক কিছু শেখা যায়। নিজেদের উন্নতিটাও বুঝতে পারতাম।

এ শাটলার আরোও বলেন, ‘উন্নত প্রশিক্ষণের আশায় নিজ জেলা ছেড়ে পাবনায় থাকি। ফেডাশেন যদি আমাদের ভালো মানের একজন কোচের ব্যবস্থা করে, তাহলে এখানে থেকেই ট্রেনিং করতে পারবো। উন্নত ট্রেনিং পেলে এসএ গেমসে পদক জয় সম্ভব।

 




আপনার মূল্যবান মতামত দিন:


এই বিভাগের জনপ্রিয় খবর
Top