.
এসএ গেমসে পদক জয়ের স্বপ্ন দেখেন গৌরব
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১০ এপ্রিল ২০২১ ২১:৩২; আপডেট: ৯ জুন ২০২৩ ২৩:১৮

১০ এপ্রিল, ২০২১: ব্যাডমিন্টন আর সিলেট যেন একই সুতোয় গাঁথা। সিলেটের শাটলারদের বাদ দিয়ে হিসেব কষলে দেশের ব্যাডমিন্টন জৌলুসবিহীন হতে বাধ্য! হাল আমলে জাতীয় ও সামার র্যাঙ্কিংয়ের ফলাফল কিন্তু এ কথাই বলছে। দেশের র্যাঙ্কিং চার্টের ওপরের দিকের নামগুলো সিলেটের। বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসেও তার প্রমান মিলেছে। পুরুষ একক ও পুরুষ দ্বৈতের শিরোপা জিতেছে সিলেট।
এককে গৌরব সিংহ ও দ্বৈতে সিলেটের হয়ে সোনা জিতেছেন মিজানুর রহমান-রাহাতুল নাঈাম জুটি। বিভিন্ন দল কিংবা সংস্থার হয়েও খেলেছেন সিলেটের একাধিক শাটলারা। তাদের অন্যতম গৌরবের স্বপ্ন একদিন এসএ গেমসে পদক জয়ের।
এ প্রসঙ্গে গৌরব সিংহ বলেন, ‘সিলেটে অনেক সম্ভাবনাময় শাটলার আছে। ফেডারেশন যদি আমাদের উন্নত প্রশিক্ষনের ব্যবস্থা করে তবে আমরা দেশের পতাকা উজ্জল করতে পারবো। আমরা নেপাল শ্রীলঙ্কার সঙ্গে একটা যায়গায় গিয়ে আর পেরে উঠি না। অনেক ম্যাচে দেখা যায় ১৫/১৬ পয়েন্ট পর্যন্ত সমানতালে খেলি। কিন্তু এরপর আমরা টেকনিকে পেরে উঠিনা। এ সমস্যা কাটাতে আমাদের বিদেশী কোচের অধীনে ট্রেনিং দরকার। আমার বিশ্বাস ঠিকমতো ট্রেনিংপেলে আমরা দেশকে এসএ গেমসে পদক এনেদিতে পারবো।’
আপনার মূল্যবান মতামত দিন: