প্রথম দিনে টিকার দ্বিতীয় ডোজ নিলেন ৮১ হাজার ৩২৩ জন
নিজস্ব প্রতিবেদক: | প্রকাশিত: ৮ এপ্রিল ২০২১ ১৯:১৪; আপডেট: ৪ ফেব্রুয়ারি ২০২৩ ০৮:১৯

দেশে করোনাভাইরাস প্রতিরোধী টিকার দ্বিতীয় ডোজ প্রদান কর্মসূচি শুরু হয়েছে। সারাদেশে দ্বিতীয় ডোজ শুরুর প্রথম দিন আজ বৃহস্পতিবার (৮ এপ্রিল) টিকা নিয়েছেন ৮১ হাজার ৩২৩ জন। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
অধিদফতর জানায়, দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ ৬০ হাজার ৫২৮ জন এবং নারী ২০ হাজার ৭৯৫ জন। তাদের মধ্যে দুই জনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে।
তাদের মধ্যে ঢাকা বিভাগের আছেন ২৭ হাজার ৯৭০ জন, ময়মনসিংহ বিভাগের চার হাজার ৬৯০ জন, চট্টগ্রাম বিভাগের ১৭ হাজার ৮৯৩ জন, রাজশাহী বিভাগের পাঁচ হাজার ২৭৭ জন, রংপুর বিভাগের সাত হাজার ৯৬৫ জন, খুলনা বিভাগের ৯ হাজার ১০১ জন, বরিশাল বিভাগের তিন হাজার ৩৬০ জন এবং সিলেট বিভাগের আছেন পাঁচ হাজার ৬৭ জন।
অধিদফতর জানায়, আজ বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত টিকার জন্য মোট নিবন্ধন করেছেন ৬৯ লাখ ৯২ হাজার ৭৯০ জন।
আপনার মূল্যবান মতামত দিন: