ঢাকা মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

বাংলাদেশে গত কয়েক মাসে মানবাধিকার লঙ্ঘনে দায়ীদের জবাবদিহির আওতায় আনতে : মার্কিন পররাষ্ট্র দপ্তর

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৪ ১৯:২৬; আপডেট: ১৭ অক্টোবর ২০২৪ ১৯:৩১

 

বাংলাদেশে সহিংসতায় যেই জড়িত হোক না কেনো তাদের জবাবদিহির আওতায় আনার তাগিদ দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র ম্যাথিউ মিলার বাংলাদেশ প্রসঙ্গে প্রশ্নের জবাবে জানান, যে কোনো অজুহাতে সহিংসতাকে প্রশ্রয় দেয়ার সুযোগ নেই।

তিনি বলেন, শান্তিপূর্ণ আন্দোলন দমনকারী অথবা খোদ বিক্ষোভকারী; যেই সহিংসতায় জড়িত হোক না কেনো তাদের পরিচয়কে গুরুত্ব না দিয়ে জবাবদিহির আওতায় আনতে হবে।

যারা জুলাই অভ্যুত্থানের পক্ষে ছিলেন তাদের বিরুদ্ধে কোনো আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে না, অন্তর্বর্তী সরকারের এমন ঘোষণার প্রতিক্রিয়া জানতে চেয়ে প্রশ্ন করা হলে এই জবাব দেন মিলার।

ধর্মীয় স্বাধীনতা ও সংখ্যলঘুদের অধিকার নিশ্চিতে মার্কিন প্রশাসনের ভূমিকা নিয়ে আরেক প্রশ্নে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র স্পষ্ট জানিয়ে দেন, বাংলাদেশ ছাড়াও যেকোন দেশের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ।




আপনার মূল্যবান মতামত দিন:


এই বিভাগের জনপ্রিয় খবর
Top