ঢাকা শনিবার, ১০ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০

জাতীয় দলের খেলা রেখে আইপিএলে চলে গেলেন রাবাদারা

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৫ এপ্রিল ২০২১ ১৯:৩৫; আপডেট: ১০ জুন ২০২৩ ০০:২১

এখনো বাকি সিরিজের এক ম্যাচ। আর ওই ম্যাচেই নির্ধারিত হবে কারা জিতবে সিরিজ। এমন গুরুত্বপূর্ণ ম্যাচ রেখেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে চলে এসেছেন দক্ষিণ আফ্রিকার পাঁচ তারকা ক্রিকেটার। 

কুইন্টন ডি কক, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি, ডেভিড মিলার ও এনরিখ নরকিয়া এই পাঁচজন থাকছেন না পাকিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে। এদের মধ্যে ডি কক মুম্বাই ইন্ডিয়ান্স, রাবাদা ও নরকিয়া দিল্লী ক্যাপিটালস, মিলার রাজস্থান রয়্যালস এবং লুঙ্গি চেন্নাই সুপার কিংসের হয়ে খেলবেন।

পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে হেরে গিয়েছিল প্রোটিয়ারা। তবে দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজে সমতা ফেরায় স্বাগতিকরা। শেষ ম্যাচেই সিরিজ নির্ধারণ হলেও ওই ম্যাচে থাকছেন না এই পাঁচ তারকা।

তবে এটার জন্য আগে থেকেই অনুমতি নিয়ে রেখেছিলেন ডি ককরা। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের সঙ্গে বিসিসিআইয়ের চুক্তি অনুযায়ী আইপিএলের সময় ক্রিকেটারদের ছাড়তে বাধ্য তারা। 

আইপিএলের এবারের আসর শুরু হবে ৯ এপ্রিল থেকে। টুর্নামেন্টের প্রথম দিনেই আগের আসরের রানার্স আপ দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নামবে চেন্নাই সুপার কিংস।




আপনার মূল্যবান মতামত দিন:


এই বিভাগের জনপ্রিয় খবর
Top