মাধ্যমিক ও উচ্চ শিক্ষার নতুন সচিবের সাথে সৌজন্য সাক্ষাৎ ডিআইএ নেতৃবৃন্দের
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১ জানুয়ারী ২০২৩ ০৭:০২; আপডেট: ১১ জানুয়ারী ২০২৩ ০৭:০৬

মাধ্যমিক ও উচ্চ শিক্ষার নতুন সচিব সোলেমান খানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) নেতৃবৃন্দ।
মঙ্গলবার দুপুরে ডিআইএর পরিচালক প্রফেসর অলিউল্লাহ্ মোঃ আজমতগীর ও যুগ্ম পরিচালক বিপুল চন্দ্র সরকারের নেতৃত্বে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এসময় কর্মকর্তারা নতুন সচিবকে ফুলেল শুভেচ্ছা জানান।
সৌজন্য সাক্ষাৎকালে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা পরিদর্শক ড. এনামুল হক, সহকারি শিক্ষা পরিদর্শক মুহাম্মদ মনিরুল আলম, মোহাম্মাদ মনিরুল ইসলাম প্রমুখ।
প্রসঙ্গত, গত ৩১ ডিসেম্বর সোলেমান খানকে নতুন সচিব ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। ভূমি সংস্কার বোর্ড চেয়ারম্যান (সচিব) থেকে তাকে এ নতুন পদায়ন করা হয়েছে।
নতুন সচিব পদায়নের পাশাপাশি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীককে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান হিসেবে বদলি করা হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: