সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা কমলো
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৪ অক্টোবর ২০২২ ০৭:৩৯; আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৩ ০০:৪৪

অবশেষে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে ভোক্তারা। দীর্ঘদিন ধরে ভোজ্য তেলের দাম ছিল উর্ধ্বগতির দিকে। বিশ্ব বাজারে তেলের দাম কমে কমতে শুরু করেছিল অনেক দিন ধরেই। কিন্তু বাংলাদেশের বাজারে তার কোন প্রভাবই পড়েনি। অবশেষে ভোজ্য তেলের ভোক্তারা কিছুটা খুশি হতেই পারেন।
ভোক্তাদের সুবিধার্থে প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১৪ টাকা কমিয়ে ১৭৮ টাকা নির্ধারণ করা হয়েছে। বর্তমানে যা ১৯২ টাকায় বিক্রি হচ্ছে। আগামীকাল থেকে নতুন দামে তেল বিক্রি হবে।
বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স এন্ড বনস্পতি ম্যানফেকচারার্স এসোসিয়েশন আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এতে বলা হয়, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা মূল্য হবে ১৭৮ টাকা, প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১৫৮ টাকা এবং ৫ লিটার বোতলজাত সয়াবিন তেলের নতুন দাম ৮৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: