কারাগার থেকে তিন শিক্ষার্থীর এসএসসি পরীক্ষায় অংশগ্রহন
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২২ ২১:২৫; আপডেট: ২ জুন ২০২৩ ১৪:০১
-2022-09-15-17-24-57.jpg)
কারাগারে এসএসসি পরীক্ষা দিলো ৩ শিক্ষার্থী। খাগড়াছড়ি কারাগারের জেলার জানান, তিন শিক্ষকের তত্ত্বাবধানে পরীক্ষায় অংশ নেয় তারা। খাগড়াছড়ি কারাগারে বসে এসএসসি পরীক্ষা দিয়েছে তিন কিশোর; যাদের দুইজন হত্যা মামলার এবং একজন নারী নির্যাতন মামলার আসামি।
বৃহস্পতিবার খাগড়াছড়ি জেলা কারাগারের অফিস কক্ষে বসে ওই তিন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয় বলে কারাগারের জেলার এ জি মাহমুদ জানান। ওই তিনজনের মধ্যে দুজন পৃথক হত্যা মামলার আসামি। একজন ত্রিপুরা মাটিরাঙা মিউনিসিপ্যাল স্কুলের শিক্ষার্থী;সে এক বছর ধরে কারাগারে রয়েছে। আর পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সম্প্রতি পুলিশের হাতে আটক হয়ে কারাগারে রয়েছে।
এছাড়া আরেক পরীক্ষার্থী খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। সে নারী ও শিশু নির্যাতন মামলায় কারাগারে রয়েছে। জেলার এ জি মাহমুদ বলেন,” তিন শিক্ষার্থী তিন শিক্ষকের তত্ত্বাবধানে পরীক্ষা দিয়েছে। নির্ধারিত সময়ে তারা পরীক্ষা শুরু করেছে।“
খাগড়াছড়ি জেলা শিক্ষা কর্মকর্তা উত্তম খীসা বলেন,”জেলায় এবার তিন পরীক্ষার্থী কারাগারে বসে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। তারা যাতে নির্ধারিত সময় পরীক্ষায় অংশ নিতে পারে সেজন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।“
আপনার মূল্যবান মতামত দিন: