ওয়ারীতে দুর্বৃত্তের অস্ত্রের আঘাতে যুবলীগ নেতার কবজি বিচ্ছিন্ন
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২২ ০৫:০৩; আপডেট: ৯ জুন ২০২৩ ২২:৫৪

রাজধানীর ওয়ারী পাঁচালী পুকুরপাড় বড়জামে মসজিদ এলাকায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে মো. আলমগীর হোসেন (৪৮) নামে এক যুবলীগ নেতার বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে।
আলমগীর হোসেন ওয়ারী থানার ৩৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সিনিয়র সহ-সভাপতি বলে জানা গেছে।
শনিবার (৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
আলমগীর হোসেনকে হাসপাতালে নিয়ে আসা মো. হাবিব জাগো নিউজকে জানান, মসজিদে নামাজের জন্য আসার পথে অস্ত্রধারী দুই যুবক পথের মধ্যে তাকে কুপিয়ে বাম হাতের কবজি বিচ্ছিন্ন করে দেয়। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন। কে বা কাহারা আলমগীরকে কুপিয়ে জখম করেছে এ বিষয়ে তিনি কিছু বলতে পারেননি। বিস্তারিত জানার চেষ্টা চলছে বলেও জানান হাবিব।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ওয়ারী থানা এলাকায় এক যুবলীগ নেতার বাম হাতের কবজি বিচ্ছিন্ন করেছে দুর্বৃত্তরা। তিনি ঢামেকের জরুরি বিভাগের চিকিৎসাধীন।
আপনার মূল্যবান মতামত দিন: