ঘোড়ায় চড়ে পিকেটিং করা হেফাজত নেতা হাছান গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক: | প্রকাশিত: ৪ এপ্রিল ২০২১ ০০:৪১; আপডেট: ২২ মার্চ ২০২৩ ১৮:৫০

হেফাজত নেতা হাছান ইমামকে নাশকতার মামলায় রাঙামাটির বাঘাইছড়ির উপজেলার দুর্গম আমতলী থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে গত ২৮ মার্চ ঢাকায় হেফাজতের হরতালে ঘোড়ায় চড়ে পিকেটিং করার অভিযোগ রয়েছে। হাছানকে গ্রেফতারে র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব) কমান্ডার লে. কমান্ডার গোলাম মির্জার নেতৃত্বে পরিচালিত অভিযানে র্যাব ও পুলিশ সদস্যরা অংশ নেন।
শুক্রবার দিবাগত রাত (৩ মার্চ) আড়াইটায় বাঘাইছড়ি আমতলী কবিরপুর মাহিল্লা খতমে নবুওয়াত জমিরিয়্যাহ্ মাদ্রাসা থেকে হেফাজত সদস্য হাছান ইমামকে গ্রেফতার করা হয়। পরে ভোররাতে তাকে নিয়ে ঢাকার উদ্দেশ্য রওনা করেন র্যাব সদস্যরা।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, মাদ্রাসাটির কোনও নিবন্ধন নেই। দ্রুত মাদ্রাসাটির বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, গ্রেফতার হাছান ইমাম ঢাকায় হেফাজত ইসলামের হরতালের সময় ঘোড়ায় চড়ে পতাকা হাতে আন্দোলন করেন এবং বেশ কিছু গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালান বলে অভিযোগ রয়েছে। তিনি বাঘাইছড়ি আমতলী মাদ্রাসায় আত্মগোপনে ছিলেন।
আপনার মূল্যবান মতামত দিন: