ঢাকা কলেজের ছাত্রবাস আগামী মে-৫ তারিখ পর্যন্ত বন্ধ ঘোষণা
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২২ ২০:০৮; আপডেট: ২ জুন ২০২৩ ১৪:০৬

রাজধানীর নিউ মার্কেট এলাকায় দোকানকর্মীদের সঙ্গে শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষের পর ঢাকা কলেজের ছাত্রাবাসগুলো আগামী ৫ মে পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার বিকেলের মধ্যেই শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়ে দুপুরে একটি বিজ্ঞপ্তি জারি করেছে কলেজ কর্তৃপক্ষ।
ঢাকা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ টি এম মইনুল হোসেন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, “ঢাকা কলেজের সকল আবাসিক শিক্ষার্থীকে জানানো যাচ্ছে যে, উদ্ভূত পরিস্থিতিতে অদ্য ১৯ এপ্রিল ২০২২ মঙ্গলবার থেকে ৫ মে ২০২২ তারিখ বৃহস্পতিবার পর্যন্ত ঢাকা কলেজের হলসমূহ বন্ধ ঘোষণা করা হলো। অদ্য মঙ্গলবার বিকালের মধ্যে ছাত্রাবাস খালি করার নির্দেশ দেওয়া হল।”
আপনার মূল্যবান মতামত দিন: