ইউপি ভোটের বিষয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার
নিজস্ব প্রতিবেদক: | প্রকাশিত: ৩০ মার্চ ২০২১ ০৫:৪৩; আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৩ ২৩:১৮

আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিতব্য প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠান নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে আগামী বৃহস্পতিবার (১ এপ্রিল)। ওই দিন নির্বাচন কমিশন (ইসি) সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হবে। এদিকে আগামী ৩১ মার্চ দেশের কয়েকটি পৌরসভা ও উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
সোমবার (২৯ মার্চ) বিকালে এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ইসি সূত্রে জানা গেছে।
এ বিষয়ে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, ৩১ মার্চ কয়েকটি নির্বাচন রয়েছে। এ নির্বাচনগুলো হবে। তবে ১১ এপ্রিল ইউপি, পৌর ও সংসদের উপনির্বাচন রয়েছে। এ বিষয়ে অনির্ধারিত বৈঠকে আলোচনা হলেও ১ এপ্রিল কমিশন সভার পর সিদ্ধান্ত জানানো হবে।
এদিকে নির্বাচন কমিশনের মাঠ প্রশাসনের একাধিক কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিতের বিষয়ে আনুষ্ঠানিক কোনও সিদ্ধান্ত তারা পাননি। তবে ভোট হবে না এমন ইঙ্গিত তারা পেয়েছেন। জানা গেছে, বৈঠকে ৩১ মার্চের পরে নির্বাচন কমিশনের সব ধরনের প্রশিক্ষণ স্থগিত হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: