কিরগিজস্তানের রাজধানী বিশকেকের স্পার্তাক স্টেডিয়ামে রোববার ত্রিদেশীয় আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ফিলিস্তিনের কাছে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ। টুর্নামেন্টে এটি ফিলিস্তিনিদের প্রথম জয়। প্রথম ম্যাচে স্বাগতিকদের ঘাম ছুটিয়ে ১-০ গোলের ব্যবধানে হেরেছিল ফিলিস্তিন।
স্বাভাবিক ভাবেই বাংলাদেশের উপর প্রথম থেকেই চাপ প্রয়োগ করে খেলতে থাকে ফিলিস্তিন। বাংলাদেশের রক্ষনও ছিল তাদের আক্রমন প্রতিহত করার জন্য ব্যস্ত। পঞ্চদশ মিনিটে মাহমুদ ইদের ২৫ গজ দূর থেকে নেওয়া শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। পাঁচ মিনিট পর এই ফরোয়ার্ডের আরেকটি শটও যায় বাইরে।

চাপ ধরে রেখে ৩৩তম মিনিটে এগিয়ে যায় ফিলিস্তিন। এই গোলে দায় কোনভাবে এড়াতে পারবে না আনিসুর রহমান জিকোর পরিবর্তে পোস্টের নিচে দাড়ানো শহিদুল আলম সোহেল। সতীর্থের লম্বা পাস ধরে পোস্ট ছেড়ে বেরিয়ে আসা সোহেলের মাথার ওপর দিয়ে নিখুঁত চিপ করেন মাহমুদ। বলও ছুটছিল জালের দিকে। শেষ মুহূর্তে টোকা দিয়ে গোলটি নিজের করে নেন লায়েথ খারৌব। সোহেল গোলপোস্ট ছেড়ে এসে বাড়ানো বল ক্লিয়ার করতে সম্পূর্ণ রূপে ব্যর্থ হন।

প্রথমার্ধেই ব্যবধান দ্বিগুণ করে নিতে পারত ফিলিস্তিন। কিন্তু এখানে সোহেলের দৃঢ়তায় তা হয়নি। ৩৮তম মিনিটে কর্নারের বিনিময়ে একটি আক্রমণ ফেরান। এরপর মাহমুদের বাঁকানো ফ্রি কিকে থারৌবের হেড অনেকটা লাফিয়ে উঠে বিপদমুক্ত করেন আবাহনীর এই গোলরক্ষক।
বিরতির পরপরই ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশকে আরও কোণঠাসা করে ফেলে ফিলিস্তিন। বাঁ দিক থেকে মাহমুদের ক্রসে বক্সের ভেতর থেকে সামান্য লাফিয়ে হেডে লক্ষ্যভেদ করেন ইয়াসের হামদ।
৭০তম মিনিটে বাঁ দিক দিয়ে আক্রমণে ওঠা ফাদি জেইদানের শট বাইরের জাল কাঁপায়। ৮৩তম মিনিটে দুটি পরিবর্তন আনেন বাংলাদেশ কোচ। রাকিব হোসেন ও সোহেল রানাকে তুলে মোহাম্মদ ইব্রাহিম ও রাহবার ওয়াহেদ খানকে নামান জেমি। জাতীয় দলের জার্সিতে অভিষেক হলো কানাডা প্রবাসী ২৫ বছর বয়সী মিডফিল্ডার রাহবার।

ফিলিস্তিনের বিপক্ষে আগের দুই ম্যাচেও বাংলাদেশ হেরেছিল ২-০ ব্যবধানে; ২০১৮ ও ২০২০ সালের বঙ্গবন্ধু গোল্ড কাপে।
ম্যাচ সম্পর্কে বাংলাদেশ এবং ফিলিস্তিন জাতীয় ফুটবল দলের কোচ বলেন:
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ ‘জেমি ডে’ বলেন:
আমরা জনাতাম এটা একটি কঠিন ম্যাচ হবে ফিলিস্তিনিদের সাথে এবং আমাদের র্যাংকিং ব্যবধান অনেক বেশি সেহেতু এটাই হওয়ার কথা ছিল। একটি কঠিন ম্যাচ হওয়া সত্ত্বেও খেলোয়াররা অনেক ভালো খেলেছে। এটা অনেক কষ্টসাধ্য খুব কম সময়ের ব্যবধানে আরেকটি ম্যাচের জন্য আমাদের প্রস্তুতি গ্রহন করতে হবে। সে ক্ষেত্রে আমাদের কিছু কিছু খেলোয়ার হয়তো পরিবর্তন করতে হবে। এদের মধ্যে রাকিব খুবই ভালো খেলেছে। সে আমাদের একজন গুরুত্বপূর্ণ নির্ভরযোগ্য এবং খুবই ভালো খেলোয়ার। পরবর্তী ম্যাচে আমাদের প্রস্তুতি আরো নিতে হবে এবং আমি আশা করি আমরা ভালো করতে পারবো।
ফিলিস্তিন জাতীয় ফুটবল দলের কোচ ফরহাত মুসাবিগকোভ বলেন:
বাংলাদেশ জাতীয় ফুটবল দল বিগত সময়ের তুলনায় অনেক উন্নতি করেছে। আমাদের বিপক্ষে তারা দারুণ খেলেছে। তাদের বেশ কিছু চৌকস খেলোয়ার আছে যাদের দক্ষতা চোখে পড়ার মতো। এ ধারাবাহিকতা বজায় রাখলে ভবিষ্যতে বাংলাদেশ আরও সমীহ আদায় করবে। আমি তাদের পারফরম্যান্স দেখে মুগ্ধ।
আগামী অক্টোবরের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল সামনে রেখে কিরগিজস্তানে তিন জাতি আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেলছে বাংলাদেশ। তিন জাতি টুর্নামেন্ট হলেও দল চারটি। প্রতিযোগিতায় অপর দুটি দল হলো কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দল ও ফিলিস্তিন। আগামী মঙ্গলবার স্বাগতিক কিরগিজস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
আপনার মূল্যবান মতামত দিন: