ঢাকা বুধবার, ৭ জুন ২০২৩, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩০

দশজনের কিংসের সাথেও জয় বঞ্চিত মোহনবাগান

বাজে রেফারিংয়ে বসুন্ধরা কিংসের স্বপ্ন ভঙ্গ

এম.এ রনী | প্রকাশিত: ২৪ আগস্ট ২০২১ ২০:১৬; আপডেট: ২৪ আগস্ট ২০২১ ২০:২৪

 

শেষ ম্যাচে ড্র করার ফলে কিংসদের আজকের ম্যাচটি ছিল বাঁচা মরার লড়াই। আর সেই পথেই দারুণ ভাবে চলছিল। কিন্তু দুর্ভাগ্য আর বাজে রেফারিং এর বলির পাঁঠাতে পরিণত হলো কিংস। গ্রূপ পর্বের শেষ ম্যাচে এটিকে মোহনবাগানের সাথে ১-১ গোলে ড্র করে স্বপ্ন ভঙ্গ হলো কিংসদের।

 

 

মালদ্বীপরে জাতীয় ফুটবল স্টেডিয়ামে স্থানীয় সময় বিকাল ৫টা অনুষ্ঠিত হয় বসুন্ধরা কিংস এবং মোহন বাগানের ম্যাচটি। এই ম্যাচে দুটি পরিবর্তন নিয়ে কিংসরা মাঠে নামে। বিপলু এবং সুফিলের পরিবর্তে ফাহাদ এবং সুসান্তকে মাঠে নামান অস্কার। খেলার প্রথম থেকেই কিংসরা তাদের স্বাভাবিক খেলা উপহার দিয়ে আসছিল। ম্যাচের ২৮ মিনিটেই গোল করে কিংসদের এগিয়ে দেন জনাথন ফার্নান্ডেজ। জনাথনের ডি-বক্সের বা প্রান্ত থেকে নেওয়া বুলেট গতি শট মোহন বাগানের গোলরক্ষক অমরিন্দরকে পরাস্ত করে জালের ঠিকানা পায়। 

 

 

মোহন বাগান এক গোলে পিছিয়ে পড়ে মরিয়া হয়ে আক্রমনের মেলা বসাচ্ছিল কিংসদের রক্ষনভাগে। কিন্তু বাম প্রান্তে তারিক কাজী আর কিংসদের রক্ষনের দূর্গ যেন মোহন বাগানের জন্য দূর্ভাগার দরজা হয়ে দাড়িয়ে গিয়েছিল। মোহন বাগানের আক্রমনগুলো মুছড়ে পরছিল কিংসদের রক্ষনভাগে।

 

তবে বিপত্তি ঘটে প্রথমার্ধের শেষ হওয়া সংযুক্তি সময়ে। বল দখলের লড়াইকে কেন্দ্র করে সুশান্ত ত্রিপুড়ার আর মোহন বাগানের খেলোয়ারের মধ্যে। উচু বল দখলের সময় ত্রিপুড়ার কাধে চড়ে মোহন বাগানের খেলোয়ার এবং ত্রিপুরা দুজনই মাটিতে পড়ে যান। কিন্তু রেফারি বাজে সিদ্ধান্ত নিয়ে বসেন। সরাসরি সুশান্তকে লাল কাড দেখিয়ে কিংসদের ১০জনের দলে পরিণত করেন।

 

 

দ্বিতীয়ার্ধে ১০জনের কিংসদের উপর আরও চড়াও হয়ে খেলতে থাকে মোহন বাগান। ম্যাচের ৬২মিনিটের সময় রক্ষনের বিশ্বনাথকে পরাস্ত করে ডি-বক্সের ভিতরে ঢুকে যায় মোহন বাগানের লিষ্টন। আর লিষ্টনের বাড়িয়ে দেওয়া বলে ডেভিড উইলিয়াম দুর্দান্ত গোল করে মোহন বাগানকে সমতায় ফিরান।

 

দশ জনের দল হয়ে কিংসরা লড়াই চালিয়ে যায় ম্যাচের শেষ মুহুর্ত পর্যন্ত। দশ জনের দল পেয়েও মোহন বাগান এতোটা কিংসদের কঠিন পরীক্ষা নিতে পারেনি। উল্টো ৮৪ মিনিটের সময় রবসনের শট সাইড পোষ্টে লেগে ফিরত না আসলে হয়তো ম্যাচে ফলাফল ভিন্ন হতে পারতো। নির্ধারিত সময়ে আর কোন দল গোল করতে না পারায় ম্যাচটি ১-১ গোলে ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল। 

 

 

তিন ম্যাচে মোহন বাগান ২ জয় আর ১ ড্র করে পরবর্তী রাউন্ড নিশ্চিত করলো। অন্যদিকে তিন ম্যাচে ১জয় এবং ২ ড্রতে এএফসি কাপের যাত্রা সমাপ্ত হলো বাংলাদেশকে প্রতিনিধি করা বসুন্ধরা কিংসদের।

 




আপনার মূল্যবান মতামত দিন:


এই বিভাগের জনপ্রিয় খবর
Top