মেট্রোরেল চলাচল দৃশ্যমান হচ্ছে চলতি মাসেই
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২০ আগস্ট ২০২১ ২২:২৫; আপডেট: ২০ আগস্ট ২০২১ ২২:২৭

উত্তরার দিয়াবাড়ি ডিপো এলাকায় মেট্রোরেলের পরীক্ষা শেষ হয়েছে। এ মাসেই মূল লাইনের ভায়াডাক্টে পারফরম্যান্স টেস্ট শুরু হবে।
তখন দেশের প্রথম মেট্রোরেল চলাচলের দৃশ্য দেখতে পাবেন নগরবাসী।
শুক্রবার (২০ আগস্ট) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘আমরা ভায়াডাক্টে মেট্রোরেল চলাচলের সুনির্দিষ্ট কোনও তারিখ এখনও ঘোষণা করিনি। তবে আমরা বলেছি, আগস্ট মাসের ভেতরেই ভায়াডাক্টের ওপরে পারফরম্যান্স টেস্ট হবে। সেই টার্গেট নিয়েই আমরা কাজ করে যাচ্ছি।’
আপনার মূল্যবান মতামত দিন: