ঢাকা মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩০

জয় দিয়েই শুরু করলো বসুন্ধরা কিংস

এএফসি কাপে বসুন্ধরা কিংসের শুভ সূচনা

এম. এ রনী | প্রকাশিত: ১৯ আগস্ট ২০২১ ০৯:২৫; আপডেট: ১৯ আগস্ট ২০২১ ১১:১০

 

মালদ্বিপের মাজিয়ার সাথে জয় দিয়ে এএফসি কাপ শুরু করলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। ডি গ্রূপে নিজেদের প্রথম ম্যাচে বসুন্ধরা কিংস ২-০ গোলে হারিয়েছে মালদ্বিপের মাজিয়া স্পোর্টস ক্লাবকে। ম্যাচের প্রথমার্ধেই ২ গোলে করে কিংসরা। এএফসি কাপের গত আসরেও মালদ্বিপের পিসি স্পোর্টস ক্লাবের বিপক্ষে ৫-০ গোলের জয় দিয়ে শুরু করেছিল বসুন্ধরা কিংস। যদিও করোনার কারণে গত এএফসি কাপ আর হয়নি।

 

মালদ্বিপের ন্যাশনাল ফুটবল স্টেডিয়ামে শুরু থেকেই অবশ্য বসুন্ধরা কিংসকে চেপে ধরেছিলো মালদ্বিপের মাজিয়া স্পোর্টস ক্লাব। কিন্তু ফিনিশিংয়ের অভাবে সফল হতে পারেনি তারা। ৯মিনিটে গোলের দারুন সুযোগ পেয়েছিল স্বাগতিকরা। ১২মিনিটে গোল প্রায় পেয়েই যাচ্ছিল মাজিয়া।

 

 

তবে আস্তে আস্তে গুছিয়ে উঠে আক্রমনের ধার বাড়াতে থাকে বসুন্ধরা কিংস। ১৩ মিনিটে প্রথম সুযোগ প্রায় কিংস। খালিদ সাফির হেড কর্ণানের বিনিময়ে রক্ষা করেন মাজিয়া গোলরক্ষক। ২৩ মিনিটে ভালো আক্রমন ছিলো বসুন্ধরার, এটাও কর্ণারের বিনিময়ে রক্ষা করেন মাজিয়ার রক্ষন ভাগের খেলোয়াররা। ২৫মিনিটে লিড নেয় বসুন্ধরা কিংস। আত্মঘাতি গোলে এগিয়ে যায় বসুন্ধরা কিংস। বলের দখল নিতে গিয়ে আচমকাই মাজিয়ার মোহাম্মদ ইরফানের পায়ে বল লেগে নিজেদের জালে গোল জড়ায়।

 

 

৩৯মিনিটে নিজের ক্লাস এবং পাওয়ার দুটিই দেখিয়ে একক নৈপুন্যে গোলে করেন রবসন রবিনহো। রবিনহোর গোলে ২-০ গোলের লিড নেয় বাংলাদেশ চ্যাম্পিয়নরা। দুই গোলের লিড নিয়েও বসুন্ধরা কিংসের আক্রমনের ধার কমেনি। ৪২মিনিটে ৩-০ গোলে এগিয়ে যেতে পারতো কিংসরা। রাউল অস্কারের শট অল্পের জন্য চলে যায় সাইড পোষ্টের পাশ দিয়ে। এক মিনিটে পর আবারো গোলের সুযোগ নষ্ট হয় কিংসদের। রবসনের বাড়িয়ে দেওয়া বলে দারুণ শট নিয়েছিলেন জনাথন, কিন্তু শট নেওয়া বল জালের ঠিকানা খুজে পায়নি।

 

বিরতীতে থেকে ফিরে গোল পরিশোধ করার জন্য আপ্রাণ চেষ্টা চালাতে থাকে মাজিয়া। আর অনেকটাই রক্ষান্তক পথ বেছে নেয় বসুন্ধরা কিংস। কিন্তু গোল আর শোধ করতে পারেনি মালদ্বিপের চ্যাম্পিয়ন মাজিয়া স্পোর্টস ক্লাব। তাই ২-০ গোলের স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস।

 

‘ডি’ গ্রূপের প্রথম ম্যাচে এটিকে মোহনবাগান ২-০ গোলে হারিয়েছে ব্যাঙ্গালুরু এফসিকে। বসুন্ধরা কিংস তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে আগামী শনিবার ব্যাঙ্গালুরু এফসির বিপক্ষে।

 




আপনার মূল্যবান মতামত দিন:


এই বিভাগের জনপ্রিয় খবর
Top