ঢাকা মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩০

দুই ব্রাজিলিয়ানের গোলে শেখ জামালকে ২-০ গোলে পরাজিত করে বসুন্ধরা কিংস চ্যাম্পিয়ন

টানা দ্বিতীয়বার বসুন্ধরা কিংস চ্যাম্পিয়ন

এম. এ রনী | প্রকাশিত: ৯ আগস্ট ২০২১ ২১:৫৯; আপডেট: ৯ আগস্ট ২০২১ ২২:৩৯

টানা দ্বিতীয়বার বাংলাদেশ ফুটবল প্রিমিয়াল লীগের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। জিতলেই চ্যাম্পিয়ন-এই সমীকরণ নিয়েই বসুন্ধরা কিংস খেলতে নামে শেখ জামালের বিপক্ষে। খেলার প্রতিটি গোলেই ছিল তার বহিঃপ্রকাশ এবং উদযাপনের ছোঁয়া। লীগে চার ম্যাচ হাতে রেখেই শেখ জামালের সাথে ২-০ গোলে জয় নিয়ে আবারো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো বসুন্ধরা কিংস।

 

 

আজ ৯সেপ্টম্বর, সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেখ জামালকে ২-০ গোলে পরাজিত করে বসুন্ধরা কিংস তাদের চ্যাম্পিয়নশীপ ধরে রাখলো। কিংস এবারের লীগে ২০ ম্যাচে ১৮ জয় এবং ১ ড্রয়ে ৫৫ পয়েন্ট নিয়ে লিগের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে সক্ষম হলো। কিংসের দুই ব্রাজিলিয়ান রবসন দি সিলভা রবিনিয়ো এবং জোনাথন দি সিলভেইরা ফের্নান্দেস এর গোলে তাদের শীরোপা উৎসব করলো।

 




আপনার মূল্যবান মতামত দিন:


এই বিভাগের জনপ্রিয় খবর
Top