রহনপুরকে নতুন ‘পোর্ট অব কল’ ঘোষণা
সংবাদ প্রতিদিন | প্রকাশিত: ২২ মার্চ ২০২১ ২৩:২১; আপডেট: ৪ ফেব্রুয়ারি ২০২৩ ০৮:৫২

নেপালের সঙ্গে রেলপথে বাণিজ্য বৃদ্ধির জন্য রহনপুরকে নতুন ‘পোর্ট অব কল’ হিসেবে ঘোষণা করা হয়েছে। সোমবার (২২ মার্চ) এ সংক্রান্ত একটি লেটার অব এক্সচেঞ্জ সই হয়েছে।
বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারির মধ্যে দ্বিপক্ষীয় আলোচনার পর এই চুক্তি সই হয়েছে। এছাড়া পর্যটন, সংস্কৃতি, স্যানিটারি ও ফাইটোস্যানেটারি সংক্রান্ত তিনটি সমঝোতা স্মারক সই হয়েছে
এ বিষয়ে নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, ‘সামগ্রিকভাবে বাংলাদেশ ও নেপালের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক প্রসারে এই স্মারকগুলো সই করা হয়েছে।’
তিনি জানান, এই নতুন ব্যবস্থার ফলে রহনপুরকে-সিনবাদ দিয়ে নেপালে রেলপথে পণ্য পরিবহন করা সম্ভব হবে। এটি বর্তমান বিরল-রাধিকাপুর ট্রানজিট রুটের অতিরিক্ত।
এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে নেপালের রাষ্ট্রপতি তার বক্তব্যে দুই দেশের মধ্যে কানেক্টিভিটি ও বাণিজ্যের ওপর জোর দেন।
কানেক্টিভিটি দুই দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিহিত করে তিনি বলেন, ‘ঢাকা-কাঠমান্ডু ফ্লাইট আরও বাড়ানো যেতে পারে। এছাড়া বাংলাদেশের সৈয়দপুর ও নেপালের বিরাটনগরের মধ্যে বিমান চলাচল শুরু করা যেতে পারে।’
বিদ্যা দেবী বলেন, ‘নেপালের নদীর সঙ্গে বাংলাদেশ ও ভারতের নদীর সংযোগ ঘটানো সম্ভব হলে নদীপথে উন্নয়ন ঘটানো সম্ভব হবে। এর মাধ্যমে কানেক্টিভিটি উন্নত করা সম্ভব হবে এবং বাণিজ্য ও পরিবহন খরচ কমানো যাবে। রেলপথ ও সড়কপথের উন্নয়নের মাধ্যমে কানেক্টিভিটি আরও অর্থবহ করা সম্ভব। এ প্রসঙ্গে আমি বলতে চাই, নেপালে রেলওয়ে ট্রানজিটের জন্য রহনপুরকে পোর্ট অব কল হিসেবে অন্তর্ভুক্ত করার কাজ এগিয়ে যাচ্ছে।’
আপনার মূল্যবান মতামত দিন: