ঢাকা শুক্রবার, ২ জুন ২০২৩, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩০

এফসি ব্রাহ্মণবাড়িয়ার টানা দ্বিতীয় জয় : এফসি ব্রাহ্মনবাড়িয়া ৩ - ২ সদ্যপুষ্কুরিনী যুব এসসি

স্পোর্টস ডেস্ক: এম.এ রনী | প্রকাশিত: ২৫ জুন ২০২১ ২০:০৭; আপডেট: ২৫ জুন ২০২১ ২০:১০

দ্বিতীয় পর্বের খেলার প্রথমটি জয় পেয়েছিল এফসি ব্রাহ্মনবাড়িয়া। সেই জয়ে ধারা অব্যাহত রেখে দ্বিতীয় ম্যাচটিও জয় দিয়ে তাদের পয়েন্ট টেবিল আরও সমৃদ্ধশালী করলো। প্রথম পর্বের খেলাগুলোতে এফসি ব্রাহ্মণবাড়িয়ার স্কোর লাইনে কিছুটা সমস্যা ছিল, তার সমাধান হিসেবে তারা ইতি মধ্যে দুই ম্যাচে ৬ গোল প্রতিপক্ষের জালে বল জড়াল।

 

 

আজ শুক্রবার, ২৫জুন  "মহিলা ফুটবল লীগ ২০২০-২১"  ম্যাচটি বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে এফসি ব্রাহ্মণবাড়িয়া এবং সদ্যপুষ্কুরিনী যুব এসসি এর মধ্যে আজ দুপুর ৩.০০ ঘটিকায় অনুষ্ঠিত হয়। ম্যাচটিতে এফসি ব্রাহ্মণবাড়িয়া ৩-২ গোলে সদ্যপুষ্কুরিনী যুব এসসি-কে পরাজিত করে। এফসি ব্রাহ্মণবাড়িয়া এর পক্ষে সাদিয়া আক্তার ১৭ ও ৪১ মিনিটে দু’টি এবং সেলিনা খাতুন ৪৬ মিনিটে একটি গোল করেন। অন্যদিকে, সদ্যপুষ্কুরিনী যুব এসসি এর পক্ষে সোমা আক্তার ও তন্বী বিশ্বাস ২১ ও ৮৫ মিনিটে দু’টি গোল করেন।
 
 
 
দিনের প্রথম ম্যাচটি সকাল ১১.০০টায় মুখোমুখি হয় কুমিল্লা ইউনাইটেড এবং জামালপুর কাঁচারিপাড়া একাদশের মধ্যে। ম্যাচটি গোলশূন্য ড্র হয়।
 
 



আপনার মূল্যবান মতামত দিন:


এই বিভাগের জনপ্রিয় খবর
Top