এফসি ব্রাহ্মণবাড়িয়ার টানা দ্বিতীয় জয় : এফসি ব্রাহ্মনবাড়িয়া ৩ - ২ সদ্যপুষ্কুরিনী যুব এসসি
স্পোর্টস ডেস্ক: এম.এ রনী | প্রকাশিত: ২৫ জুন ২০২১ ২০:০৭; আপডেট: ২৫ জুন ২০২১ ২০:১০

দ্বিতীয় পর্বের খেলার প্রথমটি জয় পেয়েছিল এফসি ব্রাহ্মনবাড়িয়া। সেই জয়ে ধারা অব্যাহত রেখে দ্বিতীয় ম্যাচটিও জয় দিয়ে তাদের পয়েন্ট টেবিল আরও সমৃদ্ধশালী করলো। প্রথম পর্বের খেলাগুলোতে এফসি ব্রাহ্মণবাড়িয়ার স্কোর লাইনে কিছুটা সমস্যা ছিল, তার সমাধান হিসেবে তারা ইতি মধ্যে দুই ম্যাচে ৬ গোল প্রতিপক্ষের জালে বল জড়াল।

আপনার মূল্যবান মতামত দিন: