শনিবার মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল
স্পোর্টস ডেস্ক: এম.এ রনী | প্রকাশিত: ২৫ জুন ২০২১ ০৬:৫৫; আপডেট: ২৫ জুন ২০২১ ০৭:০১

আগামীকাল ২৬জুন, শনিবার শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল। আন্তর্জাতিক বিরতীর পর আজ শুক্রবার শুরু হওয়ার কথা ছিল বিপিএল ফুটবলের, কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পেশাদার লিগ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী একদিন পিছিয়ে আগামী কাল শুরু হচ্ছে বাংলাদেশ ফুটবল লীগ।
এদিকে করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধির জন্য ঢাকার চারপাশের জেলাগুলোতে কোঠর বিধি-নিষেধ আরোপ করাতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলাগুলো আপাতত ঢাকার মাঠে আয়োজন করার কোন রকম সুযোগ নেই। তাই, লকডাউন এবং সরকারী বিধিনিষেধ শিথিল হওয়া পর্যন্ত বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামেই ম্যাচগুলো আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: