ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জাপান, গতবারের রানার্সআপ অস্ট্রেলিয়া, তৃতীয় স্থান পাওয়া চীন এবং প্রতিযোগিতার আয়োজক ভারত সরাসরি এই আসরে খেলবে। আগামী ২০ জানুয়ারি ভারতে এই প্রতিযোগিতা শুরু হওয়ার কথা রয়েছে।
২০১৪ সালে সবশেষ বাছাইয়ে খেলেছিল বাংলাদেশ। ২০১৮ সালে অংশ নেয়নি। সাত বছর আগে দেশের মাটিতে অভিজ্ঞতা অবশ্য মোটেও সুখের ছিল না দলের। সেবার থাইল্যান্ডের বিপক্ষে ৯-০, ইরানের বিপক্ষে ২-০ এবং ফিলিপাইনের কাছে ৪-০ গোলে হেরে গ্রুপের তলানিতে ছিল বাংলাদেশ।
ড্রয়ে বাংলাদেশ আয়োজকের পটে থাকলেও করোনাভাইরাস পরিস্থিতির কারণে বাংলাদেশ ও নেপালের আয়োজক হওয়া নিয়ে অনিশ্চয়তা আছে। এএফসি চূড়ান্ত সিদ্ধান্ত আরও পরে জানাবে বলে জানালেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।
“এএফসি আমাদের ও নেপালকে বলেছে তোমাদের আয়োজক হিসাবে রাখছি। তবে কোভিড-১৯ পরিস্থিতি দেখে প্রতিযোগিতা শুরুর এক সপ্তাহ আগে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।”
আপনার মূল্যবান মতামত দিন: