করোনায় আক্রান্ত স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক
নিজস্ব প্রতিবেদক: | প্রকাশিত: ২০ মার্চ ২০২১ ২০:৫১; আপডেট: ৩০ জানুয়ারী ২০২৩ ১৬:২৩

কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। শনিবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের লাইন ডিরেক্টর (ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম) ডা. মিজানুর রহমান।
স্বাস্থ্য অধিদফতরের একটি সূত্র জানিয়েছে, কয়েক দিন আগে অধিদফতরের ৮ থেকে ১০ জন কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হন। ডিজি ও লাইন ডিরেক্টর তাদের সংস্পর্শে ছিলেন।
আপনার মূল্যবান মতামত দিন: