ফিনল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলে থাকায় কাজী তারিককে খেলানোতে বেশ অপেক্ষা করতে হয় বাফুফেকে। শেষ পর্যন্ত ম্যাচের আগ মূহুর্তে উয়েফার মাধ্যমে ফিনল্যান্ড থেকে ছাড়পত্র পেয়ে তারিককে খেলানোর অনুমতি ফিফা থেকে পায় বাংলাদেশ। জামাল ভূঁইয়াদের কোচ জেমি ডে’র নজর এবার আরও দুই প্রবাসী ফুটবলারের দিকে। তারা হলেন কাতার প্রবাসী ওবায়দুর রহমান ও ইংল্যান্ড প্রবাসী মাহদি ইউসুফ খান।
যদিও জেমি ডে এখনি তাদেরকে খেলাচ্ছেন না। তবে প্রবাসী এই দুই ফুটবলারের দিকে পাখির চোখ দিয়ে রেখেছেন তিনি। পাশাপাশি সদ্য বাংলাদেশের নাগররিকত্ব পাওয়া নাইজেরিয়ান ফুটলার এলিটা কিংসলের জাতীয় দলে খেলার প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ। ইতিমধ্যে কিংসলের কাগজপত্র ফিফায় জমা দেওয়া হয়েছে।
কোচ জেমি ডে’র নজরে থাকায় ওবায়দুর রহমান ও মাহদি ইউসুফ খানকে বাংলাদেশ জাতীয় দলে খেলানোর প্রস্তুুতি নিতে শুরু করেছে ফেডারেশন। কোচ চাইলেই যে কোনো সময় যেনো জাতীয় দলের হয়ে মাঠে নামতে পারেন এ দুই ফুটবলার সেই উদ্যোগই গ্রহণ করা হচ্ছে। ইতিমধ্যে ফিফায় আবেদনও করেছে বাংলাদেশ।
বাফুফের আবেদনের প্রেক্ষিতে কাতার প্রবাসী ওবায়দুর রহমানকে বাংলাদেশের হয়ে খেলার অনুমতি দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। এছাড়া ইংল্যান্ড প্রবাসী মাহদি ইউসুফের আবেদনও প্রক্রিয়াধীন। দ্রুতই তাঁকে খেলানোরও অনুমতি মিলবে বলে ধারণা করা হচ্ছে।
আপনার মূল্যবান মতামত দিন: